ঝালকাঠি : র্যাবের গুলিতে পা হারানো আলোচিত লিমন হোসেনের ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়ার গ্রামের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভাংচুর করা হয়েছে বাড়ির নির্মাণাধীন একটি দেয়াল। এ ছাড়া বাড়ি নির্মাণ কাজে মজুদ রডও নিয়ে গেছে তারা। গত ৮ এপ্রিল ভোররাতে জমি-সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটে বলে লিমনের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। পুলিশ এ ঘটনায় ফিরোজ হোসেন নামের এক যুবককে আটক করেছে।
লিমনের বাবা তোফাজ্জল হোসেন বলেন, পৈতৃক জমিতে একটি আধাপাকা ভবন নির্মাণকাজ শুরু করেন তারা। প্রতিপক্ষ আবদুল হাই ও হুমায়ুন কবির লোকজন নিয়ে নির্মাণ কাজে বাধা দেন। এ নিয়ে কয়েক দিন ধরে বিরোধ চলে আসছিল। গত ৭ এপ্রিল আবারও তারা কাজ শুরু করলে গত ৮ এপ্রিল ভোররাতে আ হাই ও হুমায়ুন কবির লোকজন নিয়ে নির্মাণাধীন ভবনের দেয়াল ভেঙে কলমের রড কেটে ফেলে এবং মজুদ রাখা এক হাজার ৭০০ কেজি রড, চারটি ড্রামসহ কিছু সরঞ্জাম নিয়ে যায়। এ ছাড়া মালপত্র পাশের খালে ফেলে দেওয়া হয়। এ সময় প্রতিপক্ষের লোকজন বসতঘর ও রান্নাঘরে আগুন ধরিয়ে দেয়। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলেন। আগুনে বসতঘরের কোনো ক্ষতি না হলেও রান্নাঘরের কিছু অংশ পুড়ে যায়।
রাজাপুর থানার ওসি শামসুল আরেফিন বলেন, খবর পেয়ে সকালে পুলিশ গিয়ে একজনকে আটক করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় লিমনের মা হেনোয়ারা বেগম থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান ওসি।