রাতে সিল ঠেকাতে সকালে কেন্দ্রে যাবে ব্যালট পেপার

ঢাকা : ভোটের আগের রাতে ব্যালট পেপারে সিলমারা ঠেকাতে নির্বাচনী ব্যবস্থায় সংস্কার আনার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমানে ভোটের আগের রাতে কেন্দ্রে ব্যালট পেপার পাঠানো হলেও আগামীতে সকালে কেন্দ্রে পাঠানো হবে ব্যালট পেপার। ভোট গ্রহণের সময় একঘণ্টা পিছিয়ে সকাল ৮টার পরিবর্তে সকাল ৯টা করা হবে।

গত ১৮ মার্চ ইসির মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ভোট কেন্দ্রের অনিয়ম দূর করার জন্য আমরা ভোটের দিন সকালে ব্যালট পেপার কেন্দ্রে কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। যেসব কেন্দ্র খুব কাছাকাছি সেসব কেন্দ্রে সকালে ব্যালট পেপার পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। আসন্ন পৌরসভা নির্বাচনেও ব্যালট ব্যাপার সকালে পাঠানো হবে। এজন্য সকাল ৮টার পরিবর্তে সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হবে। ভোট গ্রহণ শেষ হবে বিকাল পাঁচটায়।