‘রাত্রির যাত্রী’র অপেক্ষার অবসান

‘এটা আমার দীর্ঘদিনের স্বপ্ন। একটু একটু করে স্বপ্নগুলোকে বড় করেছি। আমার বিশ্বাস আমার এই পরিশ্রমের মূল্য দেবে দর্শকরা।’ নিজের প্রথম চলচ্চিত্র রাত্রির যাত্রী নিয়ে এভাবেই বললেন এর নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব। ভিন্নধারার গল্প নিয়ে তৈরি এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেনÑ চিত্রনায়িকা মৌসুমী ও আনিসুর রহমান মিলন। নির্মাতা হাবিব আরো বলেন, ‘রাত্রির যাত্রী ছবিটিতে আমি একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্রের সবকিছুই রাখার চেষ্টা করেছি। টিভি নির্মাতারা চলচ্চিত্রের এলে ছবির ভাষাগত একটা পরিবর্তন দেখা যায়। কিন্তু রাত্রির যাত্রী ছবিতে আমার সবটুকু মেধা ঢেলে এক দারুণ সৃজন উপহার দিয়েছি।’ আনিসুর রহমান মিলন বলেন, ‘হাবিব ভাই নিজের সবকিছু ঢেলে এই ছবিটি করেছেন। তার ডেডিকেশনকে স্যালুট জানাই। পাশাপাশি আমি বলবো হাবিব ভাই হয়তো আগামীতে আরো অনেক রকম ছবি বানাবে। কিন্তু প্রত্যেক নির্মাতার প্রথম ছবিতে সর্বোচ্চ যতেœর ছাপ থাকে। এই ছবিটিও তেমন।’ আগামী সপ্তাহে ঢাকাসহ সারা দেশের বেশ ক’টি সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি। ছবিটির টিজার, ট্রেলরসহ গান এরই ভেতরে ইউটিউবে প্রশংসা কুড়িয়েছে।