মুরশাদ সুবহানী :
কোনো কোনো রাত জাগিয়ে রাখে
কেন রাখে জানি না?
রাতকে জিজ্ঞেস করলে
কিছু বলে না।
অথচ কোনো কোনো রাত জাগিয়ে রাখে।
আমিও সুবোধ বালকের মতো জেগে থাকি
আর মনে করি, ভালোই তো রাত জাগিয়ে রেখেছে
একটা কবিতা লিখি।
লিখতে চাই কবিতা অক্ষরগুলো উল্টে যায়
ছন্দ মাতালের মতো এদিক-সেদিক যায়।
রাত কেন জাগিয়ে রেখেছে জানি না।
রাত জানে বলে না।
আমার আর কবিতা লেখা হয় না।