ব্যতিক্রমী অভিনয়ের জন্য সিনেমাপ্রেমীরা যে রাধিকা আপ্তেকে পছন্দ করেন, তা বলাই বাহুল্য। যেকোনো চরিত্রেই তিনি একশো শতাংশ সাবলীল। কিন্তু অভিনয়ের জগতে নিজেকে মানিয়ে নেওয়া মোটেই মসৃণ ছিল না।
‘মি-টু’ মুভমেন্ট নিয়ে কথা বলতে গিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন রাধিকা।
রাধিকা জানান, তিনি একটি ছবির শুটিংয়ে গিয়ে এক সহ-অভিনেতার থেকে অদ্ভুত প্রস্তাব পেয়েছিলেন। সেই অভিনেতার সঙ্গে তেমন আলাপও ছিল না রাধিকার। কিন্তু হোটেলের লিফটে সেই সহ-অভিনেতা বলেন, ‘মাঝরাতে কোনো রকমের সাহায্য দরকার হলে আমায় বলবেন। আমি এসে আপনার পিঠে ম্যাসাজ করে দেবো।’
কিন্তু এই প্রস্তাবের পেছনে কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। এমনই জানিয়েছেন রাধিকা। রাধিকা বলেছেন, ‘ছবির সেটের পরিবেশ খুব সহজ ছিল। আমি পরিচালকদের ব্যাপারটা বলেছিলাম। সেই সহ-অভিনেতার সঙ্গে আলাদাভাবে কথা বলেছিলেন পরিচালক। কিন্তু তার পরে আমি জানতে পারি ও যে সংস্কৃতির মানুষ, সেখানে ওর পক্ষে বোঝাই সম্ভব ছিল না যে এমন প্রস্তাবে কেউ অস্বস্তিতে পড়ুতে পারে। পরে ও এমন প্রস্তাবের জন্য আমার কাছে ক্ষমা চায় এবং আর কোনো দিন অপ্রস্তুতির মধ্যে আমায় ফেলেওনি।’