রানওয়ে ও জল্লাদের ছায়া

সত্যও হতে পারে, তুমি কখনও কোনো রানওয়ে দেখোনি
কিংবা দেখোনি ফাঁসিকাষ্ঠে দাঁড়াবার আগে জল্লাদের ছায়া

যদি দেখে থাকো, তবে তা দূরবীনের চোখে নয়, দেখেছো
পাইলটের চোখে, সাদা চোখের পাইলট তোমাকে ফাঁকিই
দিয়েছে; যেহেতু তুমি জানো না-একই আকাশে উড়লেও
সব বিমানের গায়ে একই লেখা থাকে না কিংবা জানো না
সব ফাঁসিই প্রতিটি জল্লাদকে মৃত্যুর কাছাকাছি নিয়ে যায়

আমি একদিন তোমার চোখে রানওয়ে দেখতে চেয়েছিলাম
আর একদিন ফাঁসি-মঞ্চে দাঁড়ানো জল্লাদের প্রলম্বিত ছায়া
আমি একদিন সোনাদ্বীপের সুখে উপসাগর হতে চেয়েছিলাম