রানির মৃত্যুতে পুতিনের ‘আবেগপূর্ণ’ বার্তা

ঠিকানা অনলাইন : ব্রিটেনের প্রধানমন্ত্রী রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোক জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রাশিয়ার সঙ্গে ব্রিটেনের সম্পর্কটা বেশ তিক্ত। ইউক্রেনে রাশিয়া হামলা করার পর এই তিক্ততা বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ৷ তবে সব ভুলে ব্রিটিশ রানির মৃত্যুতে শোক জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷

রাশিয়ার গণমাধ্যমগুলো জানিয়েছে, ব্রিটিশ নতুন রাজা তৃতীয় চার্লসের কাছে পাঠানো বার্তায় পুতিন বলেছেন, রানি বিশ্বে ভালোবাসা, সম্মান পেয়েছেন।

তিনি নতুন রাজাকে আরও বলেছেন, এই কঠিন মুহূর্তে আপনার জন্য (শোক সইবার) শক্তি সাহস কামনা করছি। এটি একটি অপূরণীয় ক্ষতি।

তিনি আরও বলেছেন, আমি অনুরোধ করছি রাজপরিবার ও ব্রিটিশ জনগনের কাছে আমার সমবেদনা পৌঁছে দেবেন৷

এদিকে ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্বনেতারা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি আবদুল হামিদ রানির মৃত্যুতে শোক জানিয়েছেন৷

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, এলিজাবেথ রানির চেয়েও বেশি ছিলেন, তিনি একটি যুগের সংজ্ঞা।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, বিশ্বের জন্য একটি দুঃখের দিন।

পাকিস্তানের প্রধানমন্তী শাজবাজ শরীফ বলেছেন, কমনওয়েলথ সকল দেশের মতো আমরাও দুঃখিত।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বিশ্বের সম্মান এবং ভালোবাসা পেয়েছেন এলিজাবেথ।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, আমরা কখনো তার স্নেহ ভালোবাসা ভুলব না৷

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রো বলেছেন, ফান্সের বন্ধু ছিলেন এলিজাবেথ।

এদিকে বৃহস্পতিবার স্কটল্যান্ডে মৃত্যুবরণ করেন ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ৷ তার ৯৬ বছর বয়স হয়েছিল৷ গত কয়েকদিন বেশ সীমিত হয়ে গিয়েছিল তার চলাফেরা৷ এমনকি রাজকীয় গুরুত্বপূর্ণ বৈঠকেও যোগ দিতে পারেননি তিনি৷ সূত্র: আল জাজিরা

ঠিকানা/এসআর