রাশিয়ার শহরে ইউক্রেনের গোলা নিক্ষেপ

ঠিকানা অনলাইন : কয়েকদিন ধরে ইউক্রেনের রাজধানী কিয়েভ-সহ বিভিন্ন শহরে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। তবে এবার পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেনের সেনারাও। রাশিয়ার বেলগোরোদ শহরে গোলা নিক্ষেপ করেছে ইউক্রেন।

সেখানকার গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাদকভ দাবি করেছেন, ইউক্রেনের ছোড়া গোলার আঘাতে একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কেউ হতাহত হয়েছে কি না- সেই তথ্য সংগ্রহ করা হচ্ছে।

সম্প্রতি রাশিয়ার সঙ্গে যুক্ত করা ইউক্রেনের খেরসন অঞ্চল দখলে নিতে প্রচণ্ড হামলা চালাচ্ছেন ইউক্রেনের সেনারা। এই পরিস্থিতিতে বাসিন্দাদের নিরাপদে সরে যেতে বলেছেন সেখানে মস্কোর নিয়োগ করা নেতা ভ্লাদিমির সালদো। এ কাজে রাশিয়ার সহায়তাও চেয়েছেন তিনি।

এদিকে নিরাপত্তা পরিষদে রাশিয়ার একজন কর্মকর্তা তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেনকে যদি ন্যাটোর সদস্য করা হয় তাহলে নিশ্চিতভাবেই চলমান সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নেবে।

ঠিকানা/এসআর