রাশিয়ায় বন্দুকধারীর হামলায় নিহত ১৩, আহত ২০

ঠিকানা অনলাইন : রাশিয়ার ইজহেভস্ক শহরের একটি স্কুলে একজন বন্দুকধারীর হামলায় ১৩ জন নিহত হয়েছেন, এতে আহত হয়েছেন আরও ২০ জন। 

আজ ২৬ সেপ্টেম্বর (সোমবার) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একটি প্রতিবেদন থেকে এতথ্য জানা যায়।

উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছেন, হামলার পর পরই অ্যাম্বুলেন্স এবং নিরাপত্তা কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেন। ধারণা করা হচ্ছে বন্দুকধারী হামলার পরপর আত্মহত্যা করেছেন।

আরও জানা যায়, হামলায় সময় স্কুলে প্রায় এক হাজার শিক্ষার্থী ও ৮০ জন শিক্ষক ছিলেন। কিন্তু কী কারণে হামলা হয়েছে, তা এখনো জানা যায়নি।

ঠিকানা/এসআর