রাশিয়া-ভারতের মিসাইল কেনাবেচায় চুক্তি সই

পুতিন-মোদি বৈঠক

বিশ্বচরাচর ডেস্ক : রাশিয়ার কাছ থেকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার ঘোষণা দিয়েছে ভারত। এটিসহ আরো বেশ কয়েকটি বিষয়ে মস্কোর সঙ্গে আরো কয়েকটি চুক্তি সইয়ের কথা জানিয়েছে দেশটি। নয়াদিল্লিতে রুশ প্রেসিডেন্ট ভ্ল পুতিন ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যকার এক বৈঠক অনুষ্ঠিত হওয়ার পরপরই চুক্তিগুলোর ঘোষণা দেয়া হয়। খবর এএফপি। রাশিয়ার কাছ থেকে সমরাস্ত্র ক্রয়ের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও এ চুক্তির ঘোষণা দিলো ভারত। এ বিষয়ে দুই দেশের পক্ষ থেকে প্রকাশ করা এক যৌথ বিবৃতিতে বলা হয়, ‘ভারতে এস-৪০০ দূরপাল্লার সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম সরবরাহের চুক্তি সম্পাদনের বিষয়টিকে উভয় পক্ষই স্বাগত জানিয়েছে।’

ভারতীয় এক সূত্র জানায়, মোট ৫২০ কোটি ডলারের সমমূল্যে এ মিসাইল কিনছে ভারত। এ ছাড়া রেলওয়ে, সার ও মহাকাশ খাতে সহযোগিতার বিষয়েও দুই দেশের মধ্যে চুক্তি সই হয়েছে। এর মধ্যে মহাকাশ-সংক্রান্ত চুক্তির আওতায় ভারতের প্রথম মনুষ্যবাহী স্পেস মিশনের মহাকাশযাত্রীদের প্রশিক্ষণ দেবে রাশিয়া। ২০২২ সালে মিশনটি মহাকাশের উদ্দেশে রওনা দেয়ার কথা রয়েছে।

রাশিয়ার কাছ থেকে সমরাস্ত্র ক্রয়ের ওপর মার্কিন নিষেধাজ্ঞাকে উপেক্ষা করেই এ মিসাইল কিনছে ভারত। স্নায়ুযুদ্ধ পরবর্তীকালে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এ মুহূর্তেই সবচেয়ে তলানিতে। বিশ্বব্যাপী ঘটে যাওয়া বেশকিছু সাইবার হামলার পেছনে রাশিয়ার হাত রয়েছে বলে পশ্চিমা বেশ কয়েকটি দেশের পক্ষ থেকে গত সপ্তাহেই দাবি করা হয়। দেশগুলোর এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে রুশ-মার্কিন সম্পর্ক আরো অবনতির দিকে গড়ায়। অন্য দিকে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত ব্যাংক ভিটিবির প্রেসিডেন্ট আন্দ্রেই কোস্তিন ৫ অক্টোবর দিল্লিতে জানান, দুই দেশেরই পারস্পরিক বাণিজ্য ৩ হাজার কোটিতে তোলার লক্ষ্য রয়েছে। সাংবাদিকদের তিনি বলেন, আমাদের মধ্যে এক ধরনের কৌশলগত অংশীদারিত্ব রয়েছে এবং এ ঐকমত্য রয়েছে রাজনৈতিক পর্যায়েও। কিন্তু অর্থনৈতিক সম্পর্ককে জোরদার করার মধ্য দিয়েই আমাদের বিষয়টিকে সম্পূর্ণ করতে হবে।