
ঠিকানা ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় নিউইয়র্কের ফেডারেল আদালতে দায়ের করা মামলার প্রথম শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ২ এপ্রিল। ওই দিন মামলার বিবাদীপক্ষকে বাদীর অভিযোগ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। সংশ্লিষ্ট সূত্র থেকে এসব তথ্য জানা গেছে।
জানা গেছে, বিবাদীপক্ষ তাদের লিখিত বক্তব্য আদালতে জমা দিলে আদালত সেগুলো পর্যালোচনা করে পরে আবার শুনানির দিন ধার্য করবেন। রিজার্ভ চুরির ঘটনায় গত ১ ফেব্রæয়ারি বাংলাদেশ ব্যাংক নিউইয়র্কের ফেডারেল কোর্টে মামলা করে।ওই মামলায় ফিলিপাইনের বাণিজ্যিক ব্যাংক রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনকে (আরসিবিসি) প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও ৫ প্রতিষ্ঠান ও ১৫ ব্যক্তি আসামির তালিকায় রয়েছে।এদিকে ফিলিপাইনের সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে আলোচনা করতে বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিনিধি দল আগামী সপ্তাহের শুরুর দিকে ফিলিপাইন যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান আইনজীবী আজমালুল হোসেন কিউসিসহ বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ প্রতিনিধি দলে থাকবেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের নিউইয়র্ক শাখায় থাকা বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। এর মধ্যে শ্রীলংকায় যায় ২ কোটি ডলার।এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, আগামী ২ এপ্রিল মামলার রায়ের শুনানি হবে। তাদের সঙ্গে আলোচনা করে মামলার বাইরে সমঝোতার মাধ্যমে এ অর্থ আদায়ের চেষ্টা করা হবে।