রিজে সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু

ঠিকানা রিপোর্ট: নিউইয়র্ক সিটি থেকে ৫০ মাইল পূর্বে অব¯িত রিজের উডলটের মিডল কান্ট্রি রোডে স্মরণকালের অন্যতম ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। সাফকের পুলিশ কর্মকর্তাগণ জানান, ঘন্টায় শতাধিক গতিবেগে ধাবমান সিলভার রঙের একটি চোরাই ২০১৮ চেভরোলেট ক্যামারো ব্যস্ত সড়কে অপর একটি যানকে আঘাত করলে উপর্যুপরি ৪ টি যানবাহন দুর্ঘটনায় জড়িয়ে পড়ে। এতে ক্যামারোর লনিডেল স্কিনার নামক একযাত্রী গাড়ি থেকে ছিটকে পড়ে প্রাণ হারায় এবং অন্য একটি ২০১২ মাজদায় আগুন ধরে গেলে মাজদার ৪ জন আরোহী সকলেরই জীবন লীলার ইতি ঘটে। নিহত গাড়ির ৪ আরোহীর মধ্যে ছিলেন ১জন বয়স্কা মহিলা, তার প্রাপ্ত বয়স্ক ২ পুত্র এবং এক পুত্রের বান্ধবী। আইনী জটিলতার কারণে নিহতদের নাম প্রকাশ করা হয়নি।
বেলপোর্টের বাসিন্দা ক্যামারোর চালক জামেল টার্নারের বিরুদ্ধে মানুষ খুনসহ চোরাই পণ্য দখলে রাখার ফৌজদারি মামলা রুজু করা হয়েছে বলে ১৭ ফেব্রুয়ারি জানা গেছে। আহত ২৩ বছর বয়স্ক টার্নারকে পুলিশের প্রহরায় স্টনী ব্রুক ইউনিভার্সিটি হাসপতালে ভর্তি করা হয়েছে। তবে তার প্রাণহানির আশঙ্কা নেই বলে পুলিশ জানিয়েছে। মিসডেমীনরের অভিযোগে টার্নার অতীতে বেশ কয়েকবার জেলে খেটেছিল বলে পুলিশ জানিয়েছে। ২০১৬ সালে সর্বশেষ সে ৩০ দিন কারাগারে কাটিয়েছিল বলে জানা যায়।
ক্যামারো থেকে ছিটকে পড়া বেলপোর্টের ১৯ বছর বয়স্ক বাসিন্দা স্কিনারকে সাফক কাউন্টি মেডিক্যাল এগজামিনার অফিসের সহকারি চিকিৎসক অকু¯লে মৃত ঘোষণা করেন। এছাড়া দুর্ঘটনা কবলিত তেল সরবরাহকারী ট্রাকের চালককে দ্রুত ¯ানীয় স্টনী ব্রট্টশ ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অব¯া গুরুতর হলেও প্রাণহানির আশঙ্কা নেই বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।
সাফক কাউন্টি পুলিশ প্রধান স্টুয়ার্ট ক্যামারন এক সংবাদ সম্মেলনে বলেন, ২০১৮ চেভরোলেট ক্যামারোটি শার্লী থেকে ১৩ ফেব্রুয়ারি চুরি হয়েছিল। মাজদা গাড়িটি ১৯৯৯ ইনফিনিটি নামক অপর একটি গাড়িতে আঘাত করলেও ইনফিনিটির চালকের কোন ক্ষতি হয়নি।