রিড্রন হলো নিউইয়র্কের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট

ঠিকানা রিপোর্ট : নিউইয়র্কের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট রিড্রন করা হয়েছে। এতে এলাকায় কিছু কিছু পরিবর্তন এসেছে। ১ ডিসেম্বর রিড্রন করা অ্যাসেম্বলি ডিস্ট্রিক্টের ম্যাপ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কমিশন। এটি অনুমোদিত হলে ২০২৩ সালের জুনে আবার ভোট হবে। যদি রিড্রন করা এলাকা অনুমোদন না হয়, তাহলে ২০২৩-এ নতুন করে অ্যাসেম্বলিতে ভোট করার প্রয়োজন হবে না। মূলত ১০ বছর পর পর সেনসাসের পর জনসংখ্যার বিবেচনা করে রিডিস্ট্রিক্টিং করা হয়ে থাকে। সেটি করার পর যদি আপত্তি থাকে, তখন আবার রিড্রন করা হয়। রিড্রন করার পর সেটি অনুমোদিত হলে আবার নির্বাচন হয়।
এ বিষয়ে কমিউনিটি লিডার মাজেদা উদ্দিন বলেন, গত ১ ডিসেম্বর নিউইয়র্কের অ্যাসেম্বলি রিড্রন হয়েছে। এরপর অনেক কিছুতেই পরিবর্তন এসেছে। এই রিড্রন নিয়ে কারও আপত্তি থাকলে তারা কমিশনের কাছে আপত্তি জানাতে পারেন। রাজনীতিবিদসহ কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষ তার নিজ নিজ সমস্যার কথা তুলে ধরে আপত্তি জানাতে পারবেন। রিড্রন অনুমোদিত না হলে পরে নির্ধারিত সময়ে ভোট হবে। এখন আমাদের অপেক্ষা করতে হবে কী সিদ্ধান্ত আসে, তা দেখার জন্য।