রিমেক হবে বেদের মেয়ে জোসনাসহ পাঁচ চলচ্চিত্র

ব্যবসা সফল ৫টি সিনেমা পুনঃনির্মিত হবে। ছবিগুলোর মধ্যে অন্যতম হলোÑ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সাড়াজাগানো ব্যবসা সফল ছায়াছবি ‘বেদের মেয়ে জোসনা’। এ ছাড়া রয়েছে : ‘মনের মাঝে তুমি’, ‘মোল্লা বাড়ির বউ’, ‘গাড়িয়াল ভাই’ ও ‘নসিমন’। গত ১৪ ফেব্রুয়ারি ছবিগুলোর ডিজিটাল বিপণন এবং রিমেক করার স্বত্ব পুরোপুরি কিনে নিয়েছে ডিজিটাল প্ল্যাটফর্ম ‘বঙ্গ বিডি’। বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গ’র পরিচালক মুশফিকুর রহমান মঞ্জু। তিনি বলেন, প্রথমেই নির্মিত হচ্ছে ‘বেদের মেয়ে জোসনা’। বর্তমানে এর চিত্রনাট্য নিয়ে গবেষণা চলছে। নির্মাণের ক্ষেত্রে বর্তমান সময়ের সকল আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে।