রূপগঞ্জে ঢাবি শিক্ষার্থী খুন

নারায়ণগঞ্জ : রূপগঞ্জে পারভেজ আহামেদ জয় (১৯) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী খুন হয়েছেন। গতকাল ২২ জানুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বড়ালু এলাকার শীতলক্ষ্যা নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
পুলিশ জানায়, গত ২২ জানুয়ারি মেঘনা শ্রমজীবী সমবায় সমিতির পেছনে শীতলক্ষ্যা নদী থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ও ওই সমিতির কর্মচারী জয়ের লাশ উদ্ধার করা হয়। জয় স্থানীয় জয়নাল আবেদীনের ছেলে। গত ২১ জানুয়ারি রাতের যেকোনো সময় তাকেশ্বাসরোধে হত্যার পর লাশ গুমের উদ্দেশ্যে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু নদীর পানিতে ¯্রােত না থাকায় লাশটি এখানেই আটকে থাকে। তবে ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
গত ২২ জানুয়ারি এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সমিতির ম্যানেজার সোহাগ, সহকারী ম্যানেজার জাহাঙ্গীর ও মাঠকর্মী শারমীন আক্তার নামে তিনজনকে আটক করা হয়েছে। এ দিকে, নিহতের বাড়িতে গিয়ে দেখা যায় শোকের মাতম। পরিবারের একমাত্র উপার্জনক্ষম পুত্রকে হারিয়ে তার মা পারুল বেগম ও অসুস্থ শয্যাশায়ী পিতা জয়নাল আবেদীন পাগল প্রায়। তাদের কান্নায় যেনো কাঁদছে পুরো গ্রাম।
মা পারুল বেগম বলেন, জয়ের স্বপ্ন ছিল চিকিত্সক হবার। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াবস্থায় এ বছর মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়। কিন্তু টাকার অভাবে ভর্তি হতে পারেনি।
রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন বলেন, একটা মেধাবী ছেলে খুন হওয়া খুবই দুঃখজনক ঘটনা। আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। যারাই এই ঘটনায় সম্পৃক্ত থাকুক; অচিরেই আইনের হাতে আটক হবে।