সালমান খানের বয়স ৫২ বছর। কিন্তু তাতে কি সালমান খান কিন্তু এখনো মোস্ট ওয়ান্টেড ব্যাচেলর অব বলিউড। তার অভিনীত সিনেমার মতোই তার লাভ লাইফ বরাবর খবরের শিরোনামে থেকেছে। ঐশ্বর্য রাই হোক বা কাটরিনা কাইফ- বহু নায়িকার সঙ্গেই গভীর সম্পর্ক ছিল সালমানের।
তবে শুনলে আশ্চর্য হয়ে যাবেন, উনি এখনো বিয়ে করেননি অভিনেত্রী রেখার জন্য বিশ্বাস হচ্ছে না? পুরোটা পড়লেই বুঝতে পারবেন। একবার রেখা জানিয়েছিলেন, উনি যেখানেই যেতেন সালমান খান তাকে ফলো করতেন।
অন্যদিকে সালমান জানিয়েছেন, যখন রেখা ওর পড়শী ছিলেন তখন নায়িকা যে যোগ ক্লাসে যেতেন সালমানও সেখানে ভর্তি হন। আর সেটা রেখাকে এক ঝলক দেখবার জন্য।
একই সঙ্গে সালমান জানিয়েছেন, উনি যখন ছোট ছিলেন রেখাকে বিয়ে করতে চেয়েছিলেন। তিনি আরও জানিয়েছেন, একমাত্র রেখার কারণে উনি এখন পর্যন্ত অন্য কাউকে বিয়ে করেননি।
রেখা জানিয়েছেন, সালমান তাকে বরাবর বিয়ে করতে চেয়েছেন। কিন্তু সেটা সম্ভব কী করে। আসলে সবটাই মজা করে বলেছেন তারা।