রেলওয়ের জন্য ২০ ইঞ্জিন কেনার চুক্তি স্বাক্ষর

ঢাকা : কোরিয়ার হুন্দাই রোটেমের কাছ থেকে ২০টি মিটারগেজ ইঞ্জিন কেনার চুক্তিতে সাক্ষর করেছে বাংলাদেশ রেলওয়ে। গত ১৮ মার্চ রাজধানীর রেলভবনে এ চুক্তি হয়। চুক্তিতে বাংলাদেশের পক্ষ থেকে ‘বাংলাদেশ রেলওয়ের জন্য ২০টি মিটারগেজ লোকোমোটিভ ও ১৫০টি মিটারগেজ কোচ ক্রয়’ প্রকল্পের পরিচালক আব্দুল মতিন চৌধুরী এবং হুন্দাই রোটেমের পক্ষ থেকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হুয়াং উক কিম স্বাক্ষর করেন। এ সময় রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ‘ভবিষ্যতে যাত্রীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি সাপেক্ষে ভাড়া বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। পার্শ্ববর্তী দেশে রেলের সুযোগ-সুবিধা দেখে কমিটির সুপারিশের ভিত্তিতে প্রয়োজনে ভাড়া বাড়ানোর বিষয় বিবেচনা করা হবে।’ ভবিষ্যতে বাংলাদেশ রেলওয়ের কোনো ট্রেন আর ইজারা দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, ‘সব ট্রেন মন্ত্রণালয়ের নিজস্ব তত্ত্বাবধানে চলবে। বিদ্যমান ইজারা আর নবায়ন করা হবে না।’