মনজুর কাদের :
আক্কেল আলী নাতনি নিয়া
উঠল রেলের কামরাতে
মধ্যরাতে পাইক পেয়াদা
চিমটি কাটে চামড়াতে
ঘুম ভাঙিয়ে ছ্যাঁচড়ে নামায়
সবার সাথে লাইন করে
চোখ রাঙিয়ে শাসায় এবং
পাঁচশ’ টাকা ফাইন করে
রেলে উঠেই আক্কেল আলী
আগের মতো ঘুম কি দেয়?
ম্যাজিস্ট্রেটে আইসা আবার
জরিমানার হুমকি দেয়
রেলের এমন নিষ্ঠুরতায়
দাদার বুকটা ফাইটা যায়
নাতির সাথে রেলগাড়িটার
পাশে পাশে হাইটা যায়