রোজা রাখছেন অপু!

২০০৮ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেই শাকিব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অপু বিশ্বাস। নাম পরিবর্তন করে রাখেন অপু ইসলাম। গত বছর জানিয়েছিলেন বিয়ের পর থেকেই নাকি তিনি প্রতি রমজানে রোজা রাখেন, নামাজও পড়েন।
তবে অপু জানান, শাকিব কখনো জোর করেননি রোজা রাখার জন্য। আমি নিজে নিজেই দোয়া আর সব নিয়ম কানুন এর ওর কাছ থেকে জেনে নিয়েছি। এ দিকে প্রশ্ন উঠেছে আব্রাম বেড়ে উঠছে কোন রীতিতে? সিঙ্গেল মাদার অপু জানালেন, ‘আব্রাম অবশ্যই ইসলামিক নিয়ম-কানুনে বেড়ে উঠছে। আমি যতটা পারি ওকে সেভাবেই বড় করার চেষ্টা করছি। ইসলামই ওর ধর্ম। এটা পরিষ্কার কথা। এখানে কোন সন্দেহ নেই। তাকেও নামাজ পড়া শেখাচ্ছি। বাসায় থাকলে নিয়মিত ইফতারির আয়োজনও করি। সাহেবও তখন ইফতারির টেবিলে বসে (হাসি)।’ বর্তমানে রোজা পালনের পাশাপাশি অপু তার একমাত্র সন্তান আব্রাম খান জয়কে দেখভাল করছেন।
উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন বাংলাদেশি ছবির জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম হয় তাদের সন্তান আব্রাম খান জয়। শাকিব-অপু দুজনেই সন্তানের জন্মের বিষয়টি গোপন রাখেন। গত বছর ১০ এপ্রিলে একটি টিভি চ্যানেলের সরাসরি অনুষ্ঠানে এসে বিয়ে ও সন্তানের খবর ফাঁস করেন অপু বিশ্বাস।