রোমান যুদ্ধের হেলমেট

বিশ্বচরাচর ডেস্ক : দুই হাজার ২০০ বছর আগে প্রাচীন রোমান ও সিসিলি নগরীর কার্থেজদের মধ্যে সংঘটিত নৌ-যুদ্ধের নানা আলামত খুঁজে পেয়েছেন গবেষকরা। সম্প্রতি ইতালির সিসিলি শহরের কাছে ওই যুদ্ধক্ষেত্র থেকে এসব প্রমাণ সংগ্রহ করে প্রতœতাত্তি¡কদের একটি দল।
লাইভ সায়েন্স জানায়, ২৪১ খ্রিষ্টপূর্বাব্দের ওই যুদ্ধে ব্যবহৃত জাহাজের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। তার মধ্যে জাহাজের নিচে লাগানো গড্ডল, হেলমেট ও মৃৎপাত্র রয়েছে। ওই যুদ্ধে রোমানরা জয়ী হয়ে কার্থেজবাসীকে সিসিলি ছাড়তে বাধ্য করে। রোমানদের ক্ষতিগ্রস্ত জাহাজের জন্য দুই হাজার দুইশ ট্যালেন্টস (প্রাচীন মুদ্রা) জরিমানাও আদায় করা হয়। সেই হিসাবে যুদ্ধক্ষেত্রে ধ্বংস হওয়া জাহাজগুলোর বেশির ভাগই কার্থেজদের হওয়ার কথা। কিন্তু প্রমাণ বলছে ভিন্ন কথা।
গবেষক দলের সদস্য উইলিয়াম মুরায় বলেন, খুঁজে পাওয়া ১৯টি গড্ডলের মধ্যে ১১টিই রোমান জাহাজের। এ ছাড়া হেলমেটের মধ্যে অনেকগুলোই মোন্টেফোরটিনো ধরনের, যা রোমান সেনারা ব্যবহার করত। এই অসঙ্গতিকে তিনি এভাবে ব্যাখ্যা করেনÑ ওই যুদ্ধে কার্থেজ সেনারা অনেকগুলো রোমান জাহাজ ব্যবহার করেছিল। কারণ আগের যুদ্ধে তারা রোমানদের ৯৩টি জাহাজ কেড়ে নেয়। আর মোন্টেফোরটিনো হেলমেটগুলো কার্থেজদের পক্ষে ভাড়ায় লড়াই করা গাউলে ও আইবেরিয়ার সেনারা ব্যবহার করত।
একইভাবে জাহাজগুলোর পাশ থেকে উদ্ধার করা আমফোরায় বা প্রাচীন রোমান পাত্রগুলো নিয়েও নতুন আলোচনা শুরু হয়েছে। পাত্রগুলোর ভেতরের দিকে কোনো প্রলেপ ছিল না। প্রলেপ না থাকলে তা তরল পদার্থ ধরে রাখতে পারে না। তাই আসলে এগুলো কী কাজে ব্যবহার করা হতো, তা নিয়ে দ্বিধায় পড়ে গেছেন তারা।