র‌্যাঙ্কিংয়ে কোহলিকে পেছনে ফেললেন লিটন

ছবি সংগৃহীত

ঠিকানা অনলাইন : ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খুব একটা ভালো কাটেনি লিটন দাসের। তবে মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে খেলেন সত্তরোর্ধ্ব ইনিংস। যে ইনিংসের সুবাদে টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন এই ডানহাতি।

২৮ ডিসেম্বর বুধবার আইসিসি র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় লিটন আছেন ১২ নম্বরে। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এটিই কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ র‍্যাঙ্কিং। মিরপুর টেস্টের আগে তার অবস্থান ছিল ১৪তম।

দুই ধাপ এগোনোর পথে লিটন পেছনে ফেলেছেন বিরাট কোহলিকে। ভারতের সাবেক অধিনায়কের অবস্থান এখন ১৪তম। তাদের মাঝে ১৩তম স্থানে জনি বেয়ারস্টো।

লিটন অবশ্য ১২তম স্থানে এর আগেও একবার উঠেছিলেন। গত মার্চ মাসে এই অবস্থানে উঠে আসেন তিনি। মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্টের পরও তার অবস্থান ছিল একই। বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান কখনো এতটা ওপরে উঠতে পারেননি।

সাপ্তাহিক হালনাগাদে উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজ ও স্পিনার তাইজুল ইসলামেরও। মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেওয়া মিরাজ বোলারদের তালিকায় তিন ধাপ এগিয়েছেন। আছেন ২৯ নম্বরে। আর প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া তাইজুল ২৮ নম্বরে আছেন দুই ধাপ এগিয়ে।

বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে লিটনের পাশাপাশি ৫ ধাপ এগিয়েছেন মুমিনুল হক। প্রথম ইনিংসে ৮৪ রান করা এই বাঁহাতি এখন ৬৮ নম্বরে। তবে সাকিব আল হাসান তিন ধাপ পিছিয়েছেন (৪০তম)। মুশফিকুর রহিম পিছিয়েছেন এক ধাপ (২০তম)।

ব্যাটার, বোলার ও অলরাউন্ডারদের শীর্ষ স্থানে কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই যথাক্রমে মারনাস লাবুশেন, প্যাট কামিন্স ও রবীন্দ্র জাদেজা আছেন চূড়ায়।

ঠিকানা/এনআই