লড়াই শুরু হয়ে গেছে : মির্জা ফখরুল

ঠিকানা অনলাইন : লড়াই শুরু হয়ে গেছে- এমন হুঁশিয়ারি দিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্দোলনের মাধ্যমেই সরকারের পতন ঘটবে। আজ ২১ নভেম্বর (রবিবার) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আন্দোলনের মাধ্যমেই সরকারকে সরানো হবে। বিএনপিকে আরও শক্তি সঞ্চয় করতে হবে। নয়ন-শাওনের মতো আরও রক্ত দিতে হবে। এ সময় বিএনপির সিনিয়র নেতারা বলেন, ১০ ডিসেম্বর সমাবেশকে ভয় পেয়ে আওয়ামী লীগ নেতারা উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে তারা বলেন, সরকার নয় বিএনপিই হবে খেলার রেফারি। দলটির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, সময় এসেছে ঘুরে দাঁড়ানোর, সরকারের অধীনে কোনো নির্বাচন নয়, কাঁটাছেড়া করা সংবিধান মানে না বিএনপি। স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ১০ ডিসেম্বর সমাবেশকে ভয় পেয়ে উল্টাপাল্টা কথা বলছেন ওবায়দুল কাদের। সরকার নয়, বিএনপি খেলার নিয়ম নির্ধারণ করবে।

ঠিকানা/এম