লন্ডনে ভারতের পতাকা পোড়ানোর ঘটনায় ব্রিটেনের দুঃখ প্রকাশ

বিশ্বচরাচর ডেস্ক : লন্ডনে নরেন্দ্র মোদিবিরোধী বিক্ষোভে ভারতের পতাকা পোড়ানোর ঘটনায় দুঃখ প্রকাশ করেছে ব্রিটেন। গত ১৮ এপ্রিল লন্ডনের ডাউনিং স্ট্রিটে জড়ো হয় শত শত বিক্ষোভকারী। এ সময় সেখানে ব্রিটেনের প্রধানমন্ত্রী তেরেসা মের সাথে বৈঠক করছিলেন মোদি।
ভারতে দুটি ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। কমনওয়েলথ সম্মেলনে যোগ দেয়ার জন্য ব্রিটেনে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত ১৯ এপ্রিল ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানায় শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার সবার আছে কিন্তু কিছু লোকের ভারতীয় পতাকা পোড়ানোর ঘটনায় আমরা হতাশ হয়েছি। পতাকা পোড়ানোর ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। কমনওয়েলথের ৫৭টি দেশের পতাকার সাথে ভারতের পতাকাও টাঙানো ছিল যা পোড়ানো হয়।