লস এঞ্জেলেস প্রতিনিধি : লস এঞ্জেলেসের লিটল বাংলাদেশে অবস্থিত ক্যালিফোর্নিয়ার বৃহত্তর বাংলাদেশি গ্রোসারি স্টোর আপন বাজারে পবিত্র রজমান উপলক্ষে বিরাট মূল্য হ্রাস চলছে। গত ১০ মে থেকে এ ছাড় শুরু হয়েছে, যা চলবে ঈদের দিন পর্যন্ত। বর্তমানে এ-১ চাল ৯.৯৯, গরুর মাংস ১৫% অফ, চিকেন ১০% অফ, ইলিশ মাছ ২ পাউন্ড পর্যন্ত ৬.৯৯, ৩ পাউন্ড পর্যন্ত ৯.৯৯, ৪ পউন্ড পর্যন্ত ১১.৯৯, রুই মাছ ৩ পাউন্ড পর্যন্ত ১.৪৯, ৪ পাউন্ড ১.৯৯, ১০ পাউন্ড ২.৪৯, কালিজিরা চাল ১০ পাউন্ড ১৪.৯৯ দরে এবং অন্যান্য পণ্য বিশেষ হ্রাসকৃত দামে বিক্রি হচ্ছে।
বৃহত্তর এ স্টোরে রয়েছে বিশাল পরিসরে রেস্টুরেন্ট। সেখানে বাংলাদেশি, ভারতীয় এবং পাকিস্তানি মুখরোচক খাবার পাওয়া যায়। এ ছাড়াও মানি ট্রান্সফার, সুপার লটো এবং এটিএম সুবিধা রয়েছে। তাজা শাক-সবজিসহ নিত্য প্রয়োজনীয় সব ধরনের পণ্য পাওয়া যায় এ স্টোরে। ঠিকানা পত্রিকাও পাওয়া যায় নিয়মিত। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত স্টোর খোলা থাকে। নিজস্ব পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে।
ইতোমধ্যে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে স্টোরটি নিয়ে।