লসএঞ্জেলেসের ড্যানী তৈয়ব কমিশনার হলেন

লসএঞ্জেলেস প্রতনিধি : ৬৩ এ্যাসেম্বলি ডিস্ট্রিক্টের স্পিকার অব দ্যা এ্যাসেম্বলী স্টেট অব ক্যালিফোর্নিয়ার পক্ষে এ্যান্থনী রেনডন লসএঞ্জেলেস প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, বাফলার সাবেক প্রেসিডেন্ট, বাংলাদেশ ওম্যান অর্গানাইজেশন অব ক্যালিফোর্নিয়ার প্রেসিডেন্ট মুনিরা তৈয়ব ওরফে ড্যানী তৈয়বকে বোর্ড অব ডিরেক্টর হিসেবে নিয়োগ দিয়েছেন।

তিনি বোর্ড অব ডিরেক্টর হিসেবে কনজিউমার মোটর ভ্যাহিকেল রিকভারী করপোরেশন এর দায়িত্বে নিয়োগ পেয়েছেন। তাঁর স্বামীর নাম আলী তৈয়ব। তাঁদের একমাত্র ছেলে আদনান মেডিকেল সায়েন্সে পড়ালেখা শুরু করছে।

সদাহাস্য, সদালাপী, সাহিত্যানুরাগী ড্যানী তৈয়ব দীর্ঘদিন থেকে লস এঞ্জেলেসে বসবাস করে আসছেন। তাঁর পিতার নাম মাহবুব উল্লাহ ও মাতার নাম শাহিদা নিলুফার। তিনি বাংলাদেশর রাজশাহী শহরে জন্ম গ্রহন করেন। কমিশনার নিযুক্ত হওয়াতে প্রবাসী বাংলাদেশিরা ড্যানী তৈয়বকে অভিনন্দন জানিয়েছে।