নিউইয়র্ক : গত ১৯ জুন ক্যালিফোর্নিয়া বিএনপি’র উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও সুচিকিৎসার দাবিতে এক আলোচনা ও মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাম-লীর সদস্য, অবিভক্ত ঢাকা সিটির সাবেক ডেপুটি মেয়র ও ঢাকা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা জননেতা আব্দুস সালাম। হলিউডের অভিজাত রেঁস্তোরা বলিউড ক্যাফের ব্যাংকুয়েট হলে আয়োজিত এ আলোচনা ও মতবিনিময় সভায় বিএনপির নেতাকর্মীরা ছাড়াও লস এঞ্জেলেসের প্রবাসী কম্যুনিটির বিশিষ্ট নাগরিকবৃন্দ সহ বিপুল সংখ্যক প্রবাসীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্যালিফোর্ণিয়া বিএনপির সভাপতি মোঃ আঃ বাছিত। অনুষ্ঠানের শুরুতে নেতাকর্মীদের সাথে প্রধান অতিতির পরিচয় করিয়ে দেন সাধারণ সম্পাদক বদরুল আলম চৌধুরী শিপলু। এরপরে ফুল দিয়ে নেতাকর্মীদের সাথে নিয়ে প্রধান অতিথিকে বরণ করে নেন দলের অন্যতম যুগ্ম-সম্পাদক বদরুল মাসুদ। অনুষ্ঠানের সঞ্চালনা করেছেন ক্যালিফোর্নিয়া বিএনপির যুগ্ম-সম্পাদক মোয়াজ্জেম আহমেদ রাসেল।
- বিজ্ঞাপন -