লসএঞ্জেলেসে লিটল বাংলাদেশের ইফতার ও রাষ্ট্রদূত বাবু জাফরকে সংবর্ধনা

লস এঞ্জেলেস প্রতিনিধি: লস এঞ্জেলেসে লিটল বাংলাদেশের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে বর্তামানে অষ্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আবু জাফর ৮ বছর আগে লস এঞ্জেলেসে কনসাল জেনালেল হিসাবে নিযুক্ত ছিলেন। লিটল বাংলাদেশ গঠনে তাঁর বিশেষ অবদান রয়েছে। তাঁর মেয়ের গ্রাজুয়েশন উপলক্ষে ব্যক্তিগত সফরে লস এঞ্জেলেসে এলে লিটল বাংলাদেশের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয় ও সকলে মিলে একত্রে ইফতার করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা আফজাল হোসেন। তিনিও ব্যক্তিগত সফরে এখন লস এঞ্জেলেসে রয়েছেন। আগতদের সাথে তিনি শুভেচ্ছা বিনিময় করেন। গত ২৮ মে লস এঞ্জেলেসের অনুপমা রিয়া অডিটরিয়ামে এই ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। আয়োজকদের মধ্যে অন্যতম ছিলেন মমিনুল হক বাচ্চু, সোহেল রহমান বাদল, মোহাম্মদ শামীম হোসেন, শফিউল আলম ফেন্ডস বাবু, কাজী মশহুরুল হুদা, ড. জয়নাল আবেদীন, ছিদ্দিকুর রহমান সিদ্দিক, তৌফিক ছোরেমান খান তুহিন, জহির উদ্দিন আহমেদ পান্না, জামাল হোসাইন, জামিউল ইসলাম বেলাল, লস্কর আল মামুন, শাহেদ খান ঢুলি, মোহাম্মদ আলী খান প্রমুখ। অনুষ্ঠানে প্রচুর লোক সমাগম হয়।