লসএঞ্জেলেস বৈশাখী মেলা কমিটির মতবিনিময়

লস এঞ্জেলেস প্রতিনিধি : গত ৪ মে ডেনিশ রেস্টুরেন্টে লস এঞ্জেলেস বৈশাখী মেলা কমিটির পক্ষ থেকে সপ্তদশ বৈখাশী মেলা আয়োজন উপলক্ষে স্থানীয় প্রবাসী বাংলাদেশি, সাংবাদিক ও সুধীজনের সাথে মত বিনিময়ের আয়োজন করা হয়েছে। মত বিনিময় করেন ড. জয়নাল আবেদীন, মিঠুন চৌধুরী, আশ্রাফ আহমেদ মিলন, হুমায়ূন কবির, কাজী মশহুরুল হুদা, লস্কর আল মামুন, সৈয়দ এম হোসেন বাবু, মো. আবু হানিফা, রফিকুল হক সাজু, এলএ রফিক, সরোজ আলম, সাজিয়া হক মিমি, সাইফুর রহমান ওসমানী জিতু, মো. সায়েদুল হক ছেন্টু, আবুল ইব্রাহীম আরো অনেকে। এবারের মেলার চেয়ারম্যান ড. মো. রফিকুজ্জামান। আগামী ৭ ও ৮ জুলাই বাংলাদেশি অধ্যুষিত ভার্জিল মিডল স্কুলে মেলা অনুষ্ঠিত হবে। মেলায় বিভিন্ন প্রকার বাংলাদেশি পণ্য ও মুখরোচক খাবার এবং মন মাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে এবং জনপ্রিয় সংগীত শিল্পীরা গান পরিবেশন করবেন। মেলাকে সর্বাত্মক সার্থক করার আপ্রাণ প্রচেষ্টা চলছে। প্রেস বিজ্ঞপ্তি।