লস এঞ্জেলেস থেকে প্রতিনিধি : ‘এসো সবাই সুবিধা বঞ্ছিত শত মানুষ নয় একজন মানুষের পাশে দাঁড়াই’ এই অঙ্গীকার নিয়ে সুষ্ঠু সাংস্কৃতিক বিকাশের প্রত্যাশায় ৮০ দশকের বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশনের শিল্পী মামুন রিয়াজী, এম এ সোয়েব, সৈয়দ এম হোসেন বাবু ,আবু হানিফা, ওস্তাদ কাজী নাজির আহম্মেদ হাসিব মাসুদ হাসেম রেজা ও ঊর্মি আথারকে নিয়ে বাংলাদেশের প্রখ্যাত অভিনেতা মুক্তিযোদ্ধা আমিরুল হক চৌধুরীর সংবর্ধনা ও আনন্দ সন্ধ্যার মধ্য দিয়ে গত ২১ অক্টোবর রোববার লিটল বাংলাদেশ সংলগ্ন সাইটোলজি অডিটোরিয়মে আত্মপ্রকাশ করলো ‘এইতো আমরা’। এই তো আমরা’র আহ্বায়ক মামুন রিয়াজী বলেন দেশে এবং প্রবাসে একজন ভালো মানুষ হিসাবে নিজেকে গড়ে তুলতে হবে আমাদের নতুন প্রজন্মের জন্য এবং সেটা একমাত্র সুষ্ঠু সাংস্কৃতিক চর্চার মাধ্যমেই সম্ভব। অভিনেতা মুক্তিযোদ্ধা আমিরুল হক চৌধুরী বলেন, তরুণদের মাঝে যতবেশি সাংস্কৃতিক মনোভাব সৃষ্টি করা যাবে, দেশ থেকে তত দ্রুত এগিয়ে যাবে। দু’ঘণ্টার অনুষ্ঠান কখন যে প্রায় তিনের ঘরে গিয়ে ঠেকেছিল, তা বোঝাই যায়নি। হাসি -কথা-খুনসুটি আর সঙ্গে ছিল মামুন রিয়াজীর রচিত নাটক আমিরুল হক আনিশা শহিদুল ইসলামের অভিনয়ে মুক্তিযাদ্ধা নুরু মোল্লা। মামুন রিয়াজী, সৈয়দ এম হোসেন, আবু হানিফাকে নিয়ে অনুষ্ঠান শুরু হয় আশির দশকের বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ‘যদি কিছু মনে না করেন অনুষ্ঠানের জনপ্রিয় উপস্থাপক ফজলে লোহানী লালু এবং মন্টুর অনুকরণে কইনচেন দ্যাহি। পাশাপাশি ছিল আশির দশকের জনপ্রিয় কন্ঠশিল্পী এম এ সোয়েব, কাজী নাজির আহম্মেদ হাসিব ও ঊর্মিকে নিয়ে ছিলো সুরের মূর্ছনা। অনুষ্ঠান শেষে প্রবাসী বাঙালিরা বলেন এ তো এক নজির বিহীন ইতিহাস সৃষ্টি করলো লস এঞ্জেলেসে।
- বিজ্ঞাপন -