ঠিকানা অনলাইন : দুই বাংলার জনপ্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার কোনো উন্নতিই হয়নি। বরং তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। তাকে পুরোপুরি লাইফ সাপোর্টে রাখা হয়েছে। কিন্তু তাতেও তিনি ঠিকমতো সাড়া দিচ্ছেন না।
এ অবস্থায় ১৪ নভেম্বর শনিবার পরিবারের লোকদের হাসপাতালে ডেকে সৌমিত্রের শারীরিক অবস্থার কথা জানানো হয়।
বেলভিউ হাসপাতালের চিকিত্সক অরিন্দম কর জানান, এবার একমাত্র মিরাকলই তাকে সুস্থ করে তুলতে পারে। সে জন্য আগেই পরিবার-পরিজনকে মন শক্ত করতে বলেছেন চিকিত্সকরা। অভিনেতার অবস্থার কথাও জানানো হয়েছে তার পরিবারকে।
বেলভিউ হাসপাতালের চিকিত্সকরা প্রতি মুহূর্তে সৌমিত্রের শারীরিক অবস্থার ওপর নজর রাখছেন। কিন্তু এবার আর কোনো আশা দেখছেন না তারা।
শনিবার সন্ধ্যায় বাবাকে দেখতে হাসপাতালে এসেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের কন্যা পৌলমী চট্টোপাধ্যায়। বাবাকে দেখে বেরিয়ে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সামনে কেঁদে ফেলেন পৌলমী। তিনি বলেন, ‘বাবা ভালো নেই। একদম ভালো নেই। বাবাকে এই অবস্থায় আর দেখতে পারছি না।’
৪০ দিন ধরে হাসপাতালে লড়াই করছেন জনপ্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। অগণিত ভক্ত বলছেন, ফাইট..অপু..ফাইট। সব রকমের চেষ্টা চলছে। তবে এবার আশা ছেড়ে দিলেন খোদ চিকিৎসকেরাই।
‘অপু’ দিয়ে শুরু সৌমিত্রের। তারপর ‘সৌমিত্র যুগ’ চলেছে বাংলা সিনেমায়। ক্যানসার আক্রান্ত হওয়ার পরও যেভাবে একের পর এক বাংলা ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করেছেন, তাতে সৌমিত্রকে হারতে দেখতে রাজি নন তার ভক্তরা।
ঠিকানা/এনআই