লাইফ সাপোর্টে থাকা কিশোরীর পাশে দাঁড়ালেন টাইটানিকের রোজ

অভিনেত্রী কেট উইন্সলেট (বাঁয়ে) এবং কিশোরী ফ্রেয়া।ছবি : সংগৃহীত

ঠিকানা অনলাইন : টাইটানিক চলচ্চিত্রের নায়িকা কেট উইন্সলেট। ‘রোজ’ নামেও পরিচিত এই ইংলিশ অভিনেত্রী। সম্প্রতি একটি অসুস্থ কিশোরীকে বাঁচাতে এগিয়ে এসেছেন তিনি। সেরিব্রাল পালসিতে আক্রান্ত স্কটল্যান্ডের ১২ বছর বয়সী কিশোরী ফ্রেয়ার চিকিৎসায় ১৭ হাজার পাউন্ড সহায়তা দিয়েছেন অভিনেত্রী কেট।

বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, লাইফ সাপোর্টে যন্ত্রের সাহায্যে কোনো রকম বাঁচিয়ে রাখা হয়েছে ফ্রেয়াকে। কিন্তু লাইফ সাপোর্টের বিদ্যুৎ বিল নিয়ে হিমশিম খাচ্ছে কিশোরীর পরিবার। ফ্রেয়াকে বাঁচিয়ে রাখতে বছরে বিদ্যুৎ বিল বাবদ ৬৫০০ পাউন্ড গুনতে হয় এই পরিবারকে। সে দেশের বিদ্যুৎ সংস্থা থেকে বিলের জন্য তাগাদা দেওয়া হচ্ছে ফ্রেয়ার মা ক্যারোলিন হান্টারকে।

সংবাদমাধ্যমে ফ্রেয়ার এই দুরবস্থার কথা জানতে পারেন কেট। পরে বেসরকারি সংস্থার মাধ্যমে কিশোরীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে অর্থ সহায়তা দেন কেট।

ফ্রেয়ার মা ক্যারোলিন বলেন, ‘আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিলাম। একটা সময় মনে হয়েছিল সব শেষ হয়ে যাবে। কিন্তু যখন অর্থ সাহায্যের খবর পেলাম, কান্নায় ভেঙে পড়েছিলাম। বিশ্বাসই হচ্ছিল না।’

ঠিকানা/এসআর