লাইসেন্স বাতিল কিংবা স্থগিত ড্রাইভারদের তালিকা আপডেট হচ্ছে

ঠিকানা রিপোর্ট : ২০০৩ সাল থেকে শুরু করে ২০২০ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে টিএলসির চালকেরা গ্রেপ্তার হয়েছেন। এ কারণে টিএলসির ড্রাইভারদের লাইসেন্স সাময়িক স্থগিত করা হয়। কারো কারো লাইসেন্স বাতিল হয়। কোনো কোনো ড্রাইভারের লাইসেন্স রিভোকেশন করা হয়। গ্রেপ্তার হওয়ার পর ওই সব ড্রাইভাররা আর গাড়ি চালানোর সুযোগ পাননি। টিএলসি নিয়ম করেছিল, যেসব ড্রাইভার গ্রেপ্তার হবেন, তাদের লাইসেন্স সাময়িক স্থগিত, বাতিল অথবা রিভোক করা হবে।
নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্স সূত্র জানায়, টিএলসি প্রায় ২০ হাজার ড্রাইভারের লাইসেন্স সাময়িক বাতিল কিংবা সাসপেন্ড করে। তাদের নিয়ম হচ্ছে কোনো ড্রাইভার একবার গ্রেপ্তার হলে তিনি গাড়ি চালানোর যোগ্যতা হারাবেন। এ কারণে দেখা গেছে, যেসব ড্রাইভার গ্রেপ্তার হওয়ায় টিএলসি কর্তৃক লাইসেন্স বাতিল হয়েছিল, তারা বাধ্য হয়ে পেশা পরিবর্তন করেছেন। তারা কোনো কোনো সময়ে সাসপেনশনে ছিল। আবার অনেককে লাইসেন্স ফেরত দেওয়া হয়নি। এ জন্য তারা কাজ করতে পারেননি। তারা যে কাজ করতে পারেননি, ওই সময়ের জন্য যাতে ক্ষতিপূরণ পান, সে জন্য ২০০৩ সালে মামলা হয়েছিল। এখন ওই সময়ের ক্ষতিপূরণ পাওয়ার লক্ষ্যে কাজ করছে ল’ ফার্ম ও নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্স।
এদিকে এনএনইবিই (নেবি) মামলার ড্রাইভারদের তালিকা তৈরি করছে নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্স। আদালত এক আদেশে উল্লেখ করেন, টিএলসি এ ধরনের লাইসেন্স সাসপেন্ড ও রিভোকেশন করেছে, এটি তাদের রুলের মধ্যে পড়ে না। আদালত ড্রাইভারদের নামের তালিকাও চেয়েছেন। ক্লাস অ্যাকশন ল’ স্যুটের প্রেক্ষিতে এই আদেশ আসে। আদালত গ্রেপ্তার হওয়া ওই ড্রাইভারদের মধ্যে কতজন মামলা ও শুনানির জন্য প্রস্তুত আছেন, সেটি দেখতে চাইছেন।
নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্সের লেবার অর্গানাইজার টিপু সুলতান বলেন, আদালতের কাছে তালিকা প্রদান করার জন্য একটি ডাটাবেস তৈরি করছি আমরা ল’ ফার্মের সাথে মিলে। সেখানে সব গ্রেপ্তারকৃত ড্রাইভারের নাম নেই। যেসব ড্রাইভারের নাম নেই, তাদের নাম তালিকাভুক্ত করার উদ্যোগ নিয়েছি। যারা মামলার শুনানির জন্য প্রস্তুত, তারা নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্সের সঙ্গে যোগাযোগ করে নাম তালিকাভুক্ত করতে পারবেন।