লোকসভা নির্বাচন ১১ এপ্রিল শুরু

বিশ্বচরাচর ডেস্ক : ভারতে ৫৪৩টি আসনে লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ১১ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহন শুরু হয়ে সাত দফায় তা চলবে। ফল ঘোষণা করা হবে ২৩ মে। ভোট দেবেন দেশটির ৯০ কোটি মানুষ। গত ১০ মার্চ রোববার নয়াদিল্লির বিজ্ঞান ভবনে প্রধান নির্বাচন কমিশনার সুনীল অরোরা এ তফসিল ঘোষণা করেন। বর্তমান লোকসভার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে চলতি বছরের ৩ জুন। সারা দেশে লোকসভা নির্বাচনের সঙ্গে বিধানসভা নির্বাচন হবে অল্পশব্দ প্রদেশ, উড়িষ্যা, সিকিম এবং অরুণাচল প্রদেশের এই চারটি রাজ্যে। এরই মধ্যে বিভিন্ন দল তাদের প্রার্থী ঘোষণা করেছে। তফসিল ঘোষণার সঙ্গেই সারা দেশে চালু হলো নির্বাচনী আচরণবিধি। অর্থাৎ নতুন কোনো প্রকল্পের ঘোষণা করতে পারবে না কেন্দ্র এবং রাজ্য সরকারগুলো। সারা দেশে ১০ লাখ কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। লোকসভা নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন কয়েকটি রোডম্যাপও প্রকাশ করেছে। ভোটারদের আস্থা ফেরাতে নিয়মিত রুট মার্চ এবং প্যাট্রলিং চলবে। ভোটের দিন কোনোরকম অশান্তি হলে কড়া হাতে তা মোকাবেলা করা হবে। একটি অ্যাপ চালু করা হয়েছে। যাতে সাধারণ মানুষ কমিশনে অভিযোগ জানাতে পারবেন।

লোকসভা নির্বাচনে সারা দেশে ভোটারের সংখ্যা ৯০ কোটি। আবহাওয়া, ধর্মীয় উৎসব, পরীক্ষার কথা মাথায় রেখে তফসিল তৈরি করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, সমস্ত রাজ্যের পুলিশ প্রশাসন এবং শুল্ক দপ্তরের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন।
কয়েক মাস ধরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অতি সুচারুভাবে দেখা হয়েছে এ মুহূর্তে নির্বাচন করতে দেশের কোন রাজ্য কতটা প্রস্তুত।

২০১৪ সালের লোকসভা নির্বাচন ৭ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত হয়েছিল। সে নির্বাচনে ৫৪৩টি আসনের মধ্যে ৩৩৬টিতে জয়লাভ করেছিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। ২৮২টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল বিজেপি। বিরোধী কংগ্রেস জিতেছিল মাত্র ৪৪টি আসন।