দিল আফরোজ কাজী রহমান চাঁপা :
মানুষের মনে কত আশা,
মানুষ চায় গাড়ি-বাড়ি টাকা-পয়সা।
মানুষ চায় ভালোবাসা।
পাখি এসব চায় না কিছুই,
পাখি চায় শুধু একটা ছোট্ট ভালো বাসা।
এ জন্যই আমি পাখিদের ভালোবাসি,
কারণ তারা খুব অল্পতেই খুশি।
ভোরে খালি পেটে তারা নীড় ছাড়ে।
সন্ধ্যায় ভরা পেটে তারা নীড়ে ফেরে।
লোভের শেকলে বাঁধা মানব জনম।
লোভ থেকে মুক্ত হবার করুণ আজ পণ।
হে মানুষ, আপনারা পাখিদের মতো হোন।
লোভের শেকল থেকে মুক্ত হোন।
আর পাখিদের মতো সুখী জীবন গড়ুন।