সুনামগঞ্জ : হাওরের পাকা বোরো ধান কাটা শেষ হওয়ার আগেই মাছ শিকারিদের অতি লোভে নিঃস্ব হলেন তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরপাড়ের হাজারো কৃষক। ওই শিকারিরা মাছ ধরার জন্য হাওরের নাওটানা খালের বাঁধ কেটে দিয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
গত ২৬ এপ্রিল ভোরে চোরা মাছ শিকারিরা হাওরের বোরো ফসলরক্ষা ওই বাঁধটি কেটে দেয় বলে জানিয়েছেন এলাকার কৃষকরা। এতে টাঙ্গুয়া হাওরের আওতাধীন এরালিয়াকোনা, গনিয়াকুরি, লামারগুল, টানেরগুল, নান্দিয়া, মাজেরগুল, টুঙ্গামারা, সুনাডুবি, গলগলিয়া, শামসাগর হাওরের কৃষকের চোখের সামনেই কষ্টার্জিত ধান তলিয়ে যাচ্ছে। ওই হাওরগুলোর বোরো ফসল গত বছর অকালে তলিয়ে যাওয়ার পর এবার বাম্পার ফলন হয়েছিল। কিন্তু বাঁধ কাটার ঘটনায় চোখের সামনেই ফসল হারিয়ে নিঃস্ব হলেন ওই কৃষকেরা।