ল’ অফিস অব এইচ ব্রুশ ফিসারের ব্রঙ্কস অফিস উদ্বোধন

নিউইয়র্ক : ল’ অফিস অব এইচ ব্রুশ ফিসারের ব্রঙ্কস অফিস উদ্বোধন করা হয়েছে। গত ১৬ ফেব্রুয়ারী শনিবার বিকেল সাড়ে ৫টায় ব্রঙ্কসের ১২২২ হোয়াইট প্লেইনস রোডে বর্ণাঢ্য আয়োজনে ল’ অফিস অব এইচ ব্রুশ ফিসারের এ শাখা অফিসের উদ্বোধন করা হয়।

কমিউনিটি লিডার মোহাম্মদ এন মজুমদার, মাস্টার অব ল এবং এটর্নী এইচ ব্রুশ ফিসার অতিথিদের সঙ্গে নিয়ে ফিতা কেটে অফিসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। যৌথভাবে দোয়া-মুনাজাত পরিচালনা করেন পার্কচেস্টার জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম ও পার্কচেষ্টার টাইমসের প্রেসিডেন্ট মুসা।

অনুষ্ঠানে প্রবাসী আইনজীবী মোহাম্মদ এন মজুমদার ও এটর্নী এইচ ব্রুশ ফিসার ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাপ্তাহিক বাঙালী সম্পাদক কৌশিক আহমেদ, সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, মূলধারার রাজনীতিক আবদুস শহীদ, মজুমদার ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী আবদুল হাকিম, পরিচালক রেক্সোনা মজুমদার, রাশেদ মজুমদার, কমিউনিটি এক্টিভিস্ট হাসান আলী, কফিল চৌধুরী, মঞ্জুর চৌধুরী জগলুল, আনোয়ারুল আলম ভূইয়া, এ ইসলাম মামুন, আম্বিয়া বেগম অন্তরা, আবদুর রৌফ প্রমুখ। অনুষ্ঠানে সাংবাদিক, কমিউনিটি নের্তৃবৃন্দ সহ প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।

এটর্নী এইচ ব্রুশ ফিসার বলেন, পার্সোনাল ইনজুরী আইন বিষয়ে তারা এক্সপার্ট। কমিউনিটিকে সর্বোচ্চ আইনগত সহায়তা দিতে কাজ করবে তার এ অফিস।

মোহাম্মদ এন মজুমদার সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, পার্সোনাল ইনজুরী বিষয়ে সব ধরনের আইনী সহায়তা দিতে কাজ করবে এ অফিস। যাতে বাঙালী কমিউনিটির মানুষ প্রচলিত আইন এবং বিধানের আওতায় সর্বেোচ্চ আইনী সেবা পেতে পারেন। উপকৃত হতে পারেন। আর এ জন্য যাবতীয় পরামর্শ দিতে তারা প্রস্তুত।

প্রবাসী আইনজীবী মোহাম্মদ এন মজুমদার জানান, তিনি ১৯৯৮ সাল থেকে ম্যানহাটানের প্রখ্যাত ব্যারি সিলভার সোয়াগ ল’ ফার্মে কাজ করছেন। এখন থেকে তিনি ব্যারি সিলভার সোয়াগ ল’ ফার্মের পাশাপশি এটর্নী এইচ ব্রুশ ফিসারের কনসালটেন্ট হিসেবে খন্ডকালীন দায়িত্ব পালন করবেন। মোহাম্মদ এন মজুমদার ১৯৯৫ সাল থেকে আমেরিকান বার এসোসিয়েশনের এসোসিয়েট মেম্বার। এছাড়া তিনি ঢাকা বার এসোসিয়েশনেরও মেম্বার ১৯৮৬ সাল থেকে। প্রেস বিজ্ঞপ্তি।