ঠিকানা রিপোর্ট : ২০২২ সালের আয়কর ফাইল জমা দেওয়ার সময় শেষ হচ্ছে ১৮ এপ্রিল। যারা নির্ধারিত সময়ে ট্যাক্স ফাইল জমা দিতে পারবেন না, তারা সময় বাড়াতে পারবেন। তবে নির্ধারিত সময়ের মধ্যেই ট্যাক্স ফাইল জমা দিতে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
তারা বলছেন, নির্ধারিত সময়ের মধ্যে সব কর পরিশোধ করে ট্যাক্স ফাইল জমা দেওয়া সব দিক থেকেই ভালো। সময় বাড়িয়ে বিশেষ কোনো লাভ নেই। কারণ কর দিতে হবে এবং সবকিছুই করতে হবে ১৮ এপ্রিলের মধ্যেই। নেহাত প্রয়োজন না হলে সময় না বাড়ানোই উচিত।
এদিকে কেউ ইচ্ছা করলে ট্যাক্স প্রিপেয়ার, এনরোল এজেন্ট কিংবা সিপিএ দিয়ে ফাইল করাতে পারেন। আবার ফ্রিতেও ফাইল করা যায়। কত ডলার পর্যন্ত আয় হলে ফ্রি ফাইল করা যায়, সেটি আইআরএসের আয়ের নির্ধারিত সীমা দেখে জানা যাবে। আইআরএস শনিবারের বিভিন্ন তারিখে এ জন্য ফ্রিতে বিশেষ সেবা চালু করেছে। ইতিমধ্যে তিনটি ডেট শেষ হয়েছে, আরো একটি ডেট বাকি আছে। যারা সেবা নিতে চান, তারা যোগাযোগ করে যেতে পারেন। ওই সেবা নেওয়ার জন্য কী কী নথিপত্র লাগবে, সে ব্যাপারেও উল্লেখ রয়েছে।
আইআরএস উল্লেখ করেছে, কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই তারা সেবা দিচ্ছে। সারা দেশে অনেক আইআরএস করদাতা সহায়তা কেন্দ্র ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এবং মে মাসের একটি শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকছে। তারা যেসব শনিবারে বিশেষ সেবা দিচ্ছে, এর মধ্যে চারটি ডেট ছিল। এর মধ্যে তিনটি ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসের ডেট শেষ। কেবল বাকি আছে মে মাসের ডেট। আগামী ১৩ মে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সেবা দেওয়া হবে। সেবাপ্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসার আহ্বান জানিয়েছে আইআরএস।
যেসব নথিপত্র প্রয়োজন, তার মধ্যে রয়েছে, সরকার কর্তৃক ইস্যু করা বর্তমান ফটো আইডি, নিজের এবং পরিবারের সদস্যদের সোশ্যাল সিকিউরিটি কার্ড, স্ত্রী/স্বামী এবং নির্ভরশীলদের (যদি প্রযোজ্য হয়) এবং আইআরএসের যেকোনো চিঠি বা নোটিশপ্রাপ্ত এবং সম্পর্কিত নথি। আইডেন্টি ভ্যারিফিকেশন রিপোর্টের দরকার হলে রিটার্ন দাখিলের সময় অবশ্যই দুটি ফর্মের শনাক্তকরণ এবং এক বছরের জন্য দাখিল করা ট্যাক্স রিটার্নের অনুলিপি নিয়ে যেতে হবে। পরিদর্শনের সময় আইআরএস কর্মীরা বিভিন্ন তথ্যের জন্য অনুরোধ করতে পারেন। বর্তমান মেইলিং ঠিকানা এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য প্রমাণের জন্য সরাসরি অর্থ প্রদান বা ফেরত পেতে ট্যাক্স রিটার্নে অন্তর্ভুক্ত করা হয়েছে।
যোগ্য ব্যক্তি বা পরিবার স্বেচ্ছাসেবক আয়কর সহায়তা ভিটা বা বয়স্কদের জন্য ট্যাক্স কাউন্সেলিং-টিসিই সাইটে তাদের ট্যাক্স রিটার্ন প্রস্তুত করতে বিনা মূল্যে সহায়তা পেতে পারেন। বিনা মূল্যে ট্যাক্স রিটার্ন প্রস্তুতি সহায়তা পেতে ভিটা লোকেটার টুল ব্যবহার বা ৮০০-৯০৬-৯৮৮৭-এ কল করতে হবে। ২০২২ সালে ৭৩ হাজার ডলার বা তার কম উপার্জনকারী যেকোনো ব্যক্তি বা পরিবার আইআরএস ফ্রি ফাইলের মাধ্যমে ট্যাক্স সফ্টওয়্যার ব্যবহার করতে পারবেন। ইংরেজি এবং স্প্যানিশ ভাষায় এটি রয়েছে।
এ বিষয়ে সিপিএ মোহাম্মদ চিশতি বলেন, ট্যাক্স ফাইল জমা দেওয়ার জন্য হাতে আর মাত্র কয়েক দিন আছে। এই সময়ের মধ্যে যারা সব নথিপত্র জোগাড় করেছেন, তাদের জন্য পরামর্শ হচ্ছে ১৮ এপ্রিলের মধ্যে ফাইল জমা দিলে ভালো হবে। বিশেষ কোনো কারণে কেউ ফাইল জমা দিতে না পারলে সময় বাড়াতে পারেন। তবে সময়ের কাজ সময়ে করাই ভালো। সময়মতো না করলে পরে নানা ধরনের জটিলতা তৈরি হতে পারে।