শরণার্থী রিলেটিভ পিটিশন জমা দিতে হবে টেক্সাসে

ঠিকানা রিপোর্ট : এখন থেকে শরণার্থী/অ্যাসাইলি রিলেটিভ পিটিশনের ফাইল নেব্রাস্কা অফিসে নয়, জমা দিতে হবে টেক্সাসের অফিসে। আগে দুই অফিসে জমা দেওয়া গেলেও এখন একটি অফিসেই জমা দিতে হবে। এই নিয়ম ১ জানুয়ারি থেকে কার্যকর করা হয়েছে। তবে নেব্রাস্কা সার্ভিস সেন্টারে মেইল করা ফাইলিংয়ের জন্য তারা ৩০ দিনের গ্রেস পিরিয়ড দেবে। এই সময়ে জমা হওয়া ফাইল টেক্সাস সার্ভিস সেন্টারে ফরোয়ার্ড করবে। তবে ৩১ জানুয়ারির পর থেকে তারা নেব্রাস্কা সার্ভিস সেন্টারে মেইল করা যেকোনো ফর্ম আই-৭৩০ পিটিশন প্রত্যাখ্যান করবে।
জানা গেছে, ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস ক্রমবর্ধমান ইলেকট্রনিক পরিবেশে কাজ করতে ফর্ম আই-৭৩০, শরণার্থী/অ্যাসিলি রিলেটিভ পিটিশনের ফাইল করার স্থান পরিবর্তন করেছে। এর আগে আবেদনকারী যে স্টেটে থাকেন, তার ওপর ভিত্তি করে টেক্সাস বা নেব্রাস্কা সার্ভিস সেন্টারে পিটিশন জমা দেওয়া যেত। নতুন নিয়ম অনুযায়ী সব ফর্ম আই-৭৩০ পিটিশন টেক্সাস সার্ভিস সেন্টারে দাখিল করতে হবে। ফর্ম আই-৭৩০-এর সব পদ্ধতি এবং বিচারমূলক প্রক্রিয়া আগের মতোই থাকবে। এ জন্য যে ঠিকানা ব্যবহার করতে হবে, তা হলো USCIS Texas Service Center, Attn: I-730, 6046 N. Belt Line Rd. Ste. 730, Irving, TX 75038-0019.