রুপা খানম :
শারদ সন্ধ্যায় বাতাসে বাতাসে দোলে চঞ্চু
উড়েছে কি সুন্দর শাড়ির আঁচলখানি!
তরঙ্গে তরঙ্গ বহে পাল উথলে নৌকার পরে।
ফিরে চাহে দেশ, চাহে শ্যামল এই প্রকৃতি।
এই নির্জনে কুয়াশায়, কাশবনে,
কতক কপোতযুগল যুগলবন্দী প্রেম আবেশে পড়ে।
শিউলি ঝরানো বিকেলে,
মৃদু রৌদ্র মেখে ছোটে কোন দূর দেশের
কথা ভেবে মন যে চমৎকৃত চমকে।
কোন সন্ধ্যায় কোমল কাশবন ডাকে,
কোন নিরালায় কোন নির্জনে,
যদি হয় আবেগ আবেশ কোন গন্ধে গন্ধম!
জড়িয়ে রবে কিছুক্ষণ আরও নতুন কোনো ক্ষণ।
বক্রপথে দেখে সুন্দর আর প্রেম অঙ্গন,
মজিছে কোন যুব-যুবা আর কত শ্বেতকপোতী মেলবন্ধনে।