শহরের মেয়র একটা ছাগল

উত্তর আমেরিকার ছোট্ট শহর ফেয়ার হেভেনের নাগরিকদের ভালোমন্দ দেখাশুনার কাজ করছে একটি ছাগল

ঠিকানা ডেস্ক : ছাগল বললে অবশ্য তাকে অপমানই করা হয়। কারণ যে সে ছাগল নয়, সে ভারমন্টের ফেয়ার হেভেন শহরের মেয়র। রীতিমতো গণভোটের মাধ্যমে নির্বাচিত হওয়া মেয়র। ৫ মার্চ ফেয়ার হেভেনে এ মেয়র নির্বাচনের গণভোট হয়। মেয়র পদের জন্য প্রার্থী ছিল মোট ১৬ জন। তারা অবশ্য কেউই মানুষ নন। ছাগল, কুকুর, বিড়ালের মতো পোষ্যদের মধ্যেই এ নির্বাচন হয়। শেষ পর্যন্ত লড়াইয়ে ছিল স্যামি নামে এক কুকুর। তাকে ৩ ভোটে হারিয়ে দেয় ওই ছাগলটি। এক বছরের জন্য এ ছাগলের হাতে থুড়ি পায়েই ভারমন্ট শহরের উন্নয়নের দায়িত্ব নির্ভর করছে। নবনির্বাচিত মেয়রের নামটাও বেশ জনপ্রিয়। তার নাম রাখা হয়েছে লিঙ্কন। ভারমন্ট শহরে ২ হাজার ৫০০ লোকের বাস। এতদিন কোনো মেয়র ছিল না এ শহরের। টাউন ম্যানেজার হিসেবে একজন ছিলেন। তিনিই এতদিন শহরের দেখভাল করতেন।