নিউ ইয়র্ক : আমাদের কমিউনিটি, আমাদের সেতুবন্ধন, আমরা জেগে আছি অর্থাৎ বিল্ডিং ব্রিজেজ, ‘স্টিল উই রাইজ এনওয়াইসি’ অনুষ্ঠানের পাবলিক ফোরামে গত ১ অক্টোবর সন্ধ্যায় নিউইয়র্ক শহরের ব্রঙ্কস ব্যুরোর একটি গির্জা হলে সিটির পুলিশ কমিশনার জেম্স পি. ও’নীল উপরের মন্তব্যটি করেন। অনুষ্ঠানে তিনি সন্ত্রাসবাদ বিরোধী সচেতন কেন্দ্রের পরিচালক ইমাম কাজী কায়্যূমকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান। সিটির পাঁচটি ব্যরো থেকে প্রায় ডজনখানেক ইমাম ও ভিন্ন ধর্মীয় গুরুরা অনুষ্ঠানে যোগদান করে।
কমিশনার বলেন, শহরে অপরাধের মাত্রা আগের তুলনায় কম পরিলক্ষিত হচ্ছে এবং শহরের শান্তি রক্ষায় এই ধারাকে বজায় রাখতে হলে সবার সম্মিলিত সহযোগিতা, বিশেষ করে ধর্মীয় নেতাদের সাথে আমরা একযোগে কাজ করতে চাই।
আজকের এ অনুষ্ঠানে যেসব ধর্মীয় নেতারা উপস্থিত হয়েছেন, আমরা পুলিশ বিভাগ তাদের কাছে বরাবরই কৃতজ্ঞ। কমিশনার ইমাম কাজী কায়্যূম ও অন্যান্য ধর্মগুরুদের সাথে কমিশনার পৃথক পৃথক ফটোসেশান ও ব্যক্তিগত শুভেচ্ছা বিনিময় করেন। প্রেস বিজ্ঞপ্তি।
শহরের শান্তি রক্ষায় সম্মিলিত সহযোগিতা অপরিহার্য
পুলিশ কমিশনার জেম্স ও’নীল