শহীদুলের মুক্তির দাবিতে বিক্ষোভ

ঠিকানা রিপোর্ট: বাংলাদেশের ফটো সাংবাদিক এবং এক্টিভিস্ট শহীদুল আলমের মুক্তি চেয়ে জাতিসংঘের সামনে বিক্ষোভ করা হয়েছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৭ সেপ্টেম্বর যে সময় ভাষণ দিচ্ছিলেন সেই সময় জাতিসংঘের সামনে এই বিক্ষোভ করা হয়। রুমা কুমারের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কমিটি ফর প্রটেক্ট জার্নালিস্ট’র (সিপিজে) এডভোকেসি ডিরেক্টর কটর্নি র‌্যাডচে, এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কর্মকর্তা ফ্রানসিসকো বেনকসমি, শহীদুল আলমের বোন শামীমা খান, পেন আমেরিকার পরিচালক জুলি টিবোল্ট, রিপোর্টস ইদাউট বডার’স ইন নর্থ আমেরিকার ডিরেক্টর মাগুস ইয়েন প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ সাংবাদিক শহীদুল আলমের নি:শর্ত মুক্তি দাবি করে বলেন, বাংলাদেশে শুধু শহীদুল আলম নয়, আরো অনেক সাংবাদিককে গ্রেফতার এবং নির্যাতন করা হচ্ছে। তারা শহীদুল আলমের মুক্তির পাশাপাশি সাংবাদিকদের উপর নির্যাতন বন্ধ করার আহবান জানান। সেই সাথে ৫৭ ধারা বাতিলের আহবান জানান। তারা বলেন, শহীদুল আলম কোন অন্যায় করেননি। তার স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার রয়েছে। তিনি শুধু নিজের স্বার্থে কথা বলেননি, দেশ এবং জাতির জন্য কথা বলেছেন। বিক্ষাভ সমাবেশে সাংবাদিক শহীদুল আলমের বোন শামীমা খান, নাসিমা খান, সালমা খান, হাসনা খানসহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা সাংবাদিক শহীদুল আলমের মুক্তি দাবি করে বিভিন্ন ধরনের স্লোগান দেন এবং প্লেকার্ড প্রদর্শন করেন।