শাকিব খানকে অসম্মান করে কথা বলার আমার কোনো যোগ্যতাই নেই : পূজা চেরি

পূজা চেরি। ছবি : সংগৃহীত

ঠিকানা অনলাইন : সম্প্রতি এক ফেসবুক পোস্টে শাকিব খানের আসন্ন সিনেমা ‘মায়া’ থেকে সরে যাওয়ার কথা জানান পূজা চেরি। এই ঘটনায় অনেকেই মনে করেন শাকিবকে অসম্মান করা হয়েছে। তবে পূজা জানালেন, শাকিবকে অসম্মান করে কোনো কথা বলেননি তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মহড়া শেষে ৮ মার্চ সাংবাদিকদের সঙ্গে আলাপে একথা জানান পূজা।

মায়া সিনেমার প্রসঙ্গ টেনে তিনি পূজা বলেন, ‘যে অভিনেতা-অভিনেত্রী কোনো সিনেমাতে যুক্তিবদ্ধ হয়নি, কিন্তু অনেকে অনেক দিক থেকে বলছে ওকে বাদ দেয়া হবে-ওকে নেয়া হবে, ওটা আসলে একজন অভিনেতা-অভিনেত্রীর জন্যে অনেক বেশি অসম্মানজনক। এটা আমি কখনোই চাই না।’

সেই সঙ্গে শাকিব খানের প্রসঙ্গ টেনে পূজা বলেন, ‘এই জায়গাটাও আমি ক্লিয়ার করতে চাই, আমি কাউকে অসম্মান করে কোনো কথা বলতেও চাইনি এবং বলিনি। আমি দেখেছি অনেকেই শাকিব খানের নাম বলছিল, আমার কোনো যোগ্যতাই নেই তাকে অসম্মান করে কথা বলা, আমার কোনো অধিকারই নেই এটা আমি বলতে পারব। আমি আমার জায়গা থেকে ক্লিয়ার করেছি যে এই মুভিতে চুক্তিবদ্ধ হইনি।’

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি এক ফেসবুক স্ট্যাটাসে পূজা লেখেন, ‘বেশ কিছু অনলাইন এ দেখছি, মায়া সিনেমাতে আমার নাম। সবাইকে জানাচ্ছি, মায়া সিনেমা নিয়ে আমার সাথে কোন প্রকার চুক্তি হয় নাই । প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রাথমিক ভাবে আমার সাথে কথা বলেছিল। কিন্তু, আমি মায়া সিনেমাটি করছি না।’

সেই সঙ্গে শাকিবের নাম উল্লেখ না করে পূজা লেখেন, ‘যদি গল্প পছন্দ হয় তবে আমি অবশ্যই অভিনয় করব। আমার কাছে সহশিল্পীর থেকে গল্প বেশি গুরুত্বপূর্ণ।’

এদিকে ‘গলুই’ সিনেমা করতে শাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জন ছড়ায় পূজার।

ঠিকানা/এম