শান্তিপূর্ণভাবেই ক্ষমতা হস্তান্তর হবে : ট্রাম্পের উপদেষ্টা

ঠিকানা অনলাইন : প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনে হেরেও গেলে শান্তিপূর্ণভাবেই ক্ষমতা হস্তান্তর হবে বলে মনে করেন হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কাডলো।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দ্য হিল জানিয়েছে, ৬ নভেম্বর শুক্রবার কাডলো এই আভাস দিয়েছেন। ২০টি ইলেকটোরাল ভোটের গুরুত্বপূর্ণ রাজ্য পেনসিলভানিয়ায় রিপাবলিকান ট্রাম্পকে পেছনে ফেলে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এগিয়ে যাওয়ার পরপরই তিনি এ অভিমত ব্যক্ত করেন।

ট্রাম্পের উপদেষ্টা কাডলো বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ। আমরা আইনের শাসন মেনে চলি। আর তাই প্রেসিডেন্টও তা মানবেন।

তিনি বলেন, আমরা শান্তিপূর্ণভাবেই চলব, যে রকম আমরা সব সময়ই করি। আর আমি এটাও বলব, গোটা বিশ্বে যিনিই আমাদের দেখুন, তারই এ কথা জানা উচিত।

ঠিকানা/এনআই