নিউইয়র্ক : গত ২ জুলাই, সোমবার, সন্ধ্যায় স্থানীয় পালকি পার্টি সেন্টার জ্যাকসন হাইটসে শাপলা ওয়েলফেয়ার এসোসিয়েটস নিউইয়র্ক ইন্ক-এর বার্ষিক আন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার আগে বিশেষ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ওয়াসীম উদ্দিন ভূঁইয়া। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. সাখাওয়াৎ হোসেন।
আলোচনায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি এবং ডেমক্রেটিক ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ, কুইন্স, এটনিী মঈন চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক ও সংগঠনের উপদেষ্টা রুহুল আমিন সিদ্দিকী, কার্যনির্বাহী সদস্য মো. আজাদ বাকির, সাবেক কার্যনির্বাহী সদস্য সিরাজুল হক জামাল, ফিজিকেল থেরাপি বিশেষজ্ঞ ডা. জুন, কুমিল্লা সমিতির সভাপতি মো. আমিনুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সরকার, রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের সভাপতি মো. মামুন মিয়াজী, শাপলা ওয়েলফেয়ারের সাবেক সভাপতি ফরিদুল আলম এবং নুরুল হাসান, সংগঠনের উপদেষ্টা ও গীতিকার, সুরকার গৌছ উদ্দন খান, সাতক্ষীরা জেলা সমিতির সহ-সভাপতি দেবব্রত ঘোষ ও সাধারণ সম্পাদক মো. হোসেন বিপ্লব।
প্রধান অতিথি এটর্নি মঈন চৌধুরী ও সংগঠনের সভাপতি ওয়াসীম উদ্দিন ভূঁইয়া দাবা খেলার মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন। সংগঠনের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নূরুল আমিনের পরিচালনায় সব খেলা অনুষ্ঠিত হয়।
কেরাম একক খেলায় অংশগ্রহণ করেন- মো. সাখাওয়াৎ হোসেন, গৌছ উদ্দিন খান, মো. হোসেন বিপ্লব, মো. মোখলেসুর রহমান, মো. শফিক, নূরুল হাসান, তারিকুল ইসলাম ও মো. বায়েজীত। এতে চ্যাম্পিয়ান হয়েছেন গৌছ উদ্দিন খান এবং রানার আপ মো. শফিক।
কেরাম দ্বৈতে অংশ নেন মো. হোসেন বিপ্লব, তারিকুল ইসলাম সুজন, মো. সাহিনুর রহমান মন্টু, একেএম কামাল উদ্দিন খান, তাজ আহম্মেদ ও জাবেদ চৌধুরী।
দাবায় চ্যাম্পিয়ান হয়েছেন সুলতান আহাম্মেদ এবং রানারআপ মো. বায়েজীত হোসেন।
তাস (কলব্রিজ)-এ অংশগ্রহণ করেন মো. সাখাওয়াৎ হোসেন, মো. নুরুল আমিন, মো. রফিক, জয়দেব গাইন, ফরিদুল আলম, শাহিনুর রহমান, তারিকুল ইসলাম ও বায়েজীত হোসেন। এ খেলায় প্রথম বায়েজীত হোসেন, ২য় জয়দেব গাইন, তৃতীয় হন নূরুল আমিন।
তাস (টুয়েন্টি নাইন)-এ অংশগ্রহণ করেন ফরিদুল আলম, গৌছ উদ্দিন খান, মো. ওমর ফারুক, সাহিনুর রহমান, তারিকুল ইসলাম, বায়েজীত হোসেন, সাইফুল আমিন ও নাসের উদ্দিন। এতে চ্যাম্পিয়ান হন ফরিদুল আলম ও গৌছ উদ্দিন খান এবং রানারআপ মো. ওমর ফারুক ও বায়েজীত হোসেন।
নৈশভোজ শেষ করে সব খেলার সমাপ্তি ঘোষণা করা হয়। একই সাথে সংগঠনের সদস্য মো. তারিকুল ইসলাম সুজনকে অসুস্থতাজনিত কারণে কাজ করতে না পারায় তাকে সংগঠনের পক্ষ থেকে এক মাসের অনুদান ৭০০ ডলার প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।