শারাপোভার দুঃখ

স্পোর্টস ডেস্ক : বিশ্ব টেনিস দুনিয়ার আলোচিত নাম মারিয়া শারাপোভা। পাঁচটি গ্র্যান্ডম্লাম জিতেছেন তার সুদীর্ঘ ক্যারিয়ারে। বিশ্ব টেনিস র‌্যাংকিংয়ের শীর্ষে ছিলেন দীর্ঘদিন। এসব অর্জন তাকে নিয়ে গেছে অন্যন্য এক উচ্চতায়। তবে তার ক্যারিয়ারে চোটও ছিল নিয়মিত সঙ্গী। যে কারণে বহুবার ভেঙেছে শারাপোভার সাজানো স্বপ্ন। হ্যাঁ, দীর্ঘ দশ বছর ধরেই কাঁধের ইনজুরিতে ভুগছেন বিশ্ব টেনিস র‌্যাংকিংয়ের সাবেক নাম্বার ওয়ান এই তারকা।

সর্বশেষ গত ১৩ ফেব্রুয়ারি জানালেন, কাঁধের এই ইনজুরির কারণে আগামী মাসে ক্যালিফোর্নিয়ার ইন্ডিয়ান ওয়েলসে শুরু হওয়া বিএনপি পরিবাস ওপেনে খেলতে পারবেন না শারাপোভা। এর ফলে গত বছরে ইউএস ওপেনের পর খেলা তিন টুর্নামেন্টের দুটি থেকেই হয় নিজের নাম সরিয়ে নিয়েছেন অথবা রিটায়ার্ড করতে বাধ্য হয়েছেন তিনি। এ প্রসঙ্গে ৩১ বছরের শারাপোভা বলেন, ‘গত বছর আমার জীবনে এটা ছিল খুবই মারাত্মক একটা ব্যাপার। এবারও ঠিক সেই গত মৌসুমের মতোই শুরু হয়েছে। ডাক্তার আমাকে বলেছেন, ব্যথার এই পরিস্থিতি দিনে দিনে কমবে।’ গত মৌসুমে ইউএস ওপেনের পর আর কোর্টে নামতে পারেননি শারাপোভা। যা তাকে খুবই ব্যথিত করেছিল। এ প্রসঙ্গে শারাপোভা বলেন, ‘বিগত বছরগুলোতে কখনই কাঁধের চোট গোপন ছিল না। আমার জন্য এটা খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার, যেটাকে সঙ্গী করেই লড়াই করতে বাধ্য হয়েছি। গত বছর ইউএস ওপেনের পর তো কোর্ট থেকেই সরে দাঁড়িয়েছিলাম। সেই চোট এখনও আমাকে খুব ভুগাচ্ছে। যা মোটেও প্রত্যাশা করিনি আমি। তারপরও আমি ব্যথার মধ্যে দিয়েই কিছুদিন পার করেছি। এটা আসলে আমার কাছে এমন একটা বিষয় যাকে আমার ২১ বছর বয়স থেকেই সঙ্গী করে নিয়ে চলতে হয়েছে, এমনকি আমার ক্যারিয়ারের সুসময়েও।’

সুদীর্ঘ ক্যারিয়ারে পাঁচটি গ্র্যান্ডসøাম জিতেছেন মারিয়া শারাপোভা। সর্বশেষ ২০১৪ সালে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা উঁচিয়ে ধরেছিলেন তিনি। এর পরের সময়টাতে আর কখনই স্বপ্নের সেই শিরোপাগুলোকে পুনরুদ্ধার করতে পারেননি রাশিয়ান টেনিসের এই গø্যামারগার্ল। তারপরও হতাশায় না ডুবে মাশা চেয়েছেন আপন আলোয় জ্বলতে। সেই লক্ষ্য নিয়েই নতুন বছরে নতুন মিশন শুরু করেছিলেন তিনি। মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্টের শুরুতে তার কিছু ঝলকও দেখেছেন টেনিসপ্রেমীরা। টানা তিন ম্যাচ জিতে টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডেও জায়গা করে নিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, এই পথে অস্ট্রেলিয়ান ওপেনের ২০১৮ সালের চ্যাম্পিয়ন ক্যারোলিন ওজনিয়াকিকে পরাজয়ের স্বাদ উপহার দিয়েছিলেন সাবেক নাম্বার ওয়ান তারকা। কিন্তু শেষ পর্যন্ত চতুর্থ রাউন্ডেই জয়রথ থেমে যায় তার। অস্ট্রেলিয়ার এ্যাশলে বার্টির কাছে হেরে স্বপ্নভঙ্গের বেদনায় ডুবেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেনের পর নিজের দেশের সেন্ট পিটার্সবার্গ টুর্নামেন্টেও খেলতে নেমেছিলেন শারাপোভা। সেখানেও তার বাধা হয়ে দাঁড়ায় ইনজুরি। তবে টেনিসপ্রেমীরা ভেবেছিলেন ইন্ডিয়ান ওয়েলসে সুস্থ হয়েই কোর্টে ফিরবেন তিনি। কিন্তু শারাপোভা পারলেন না।

অথচ ক্যালিফোর্নিয়ার এই টুর্নামেন্টে মধুর সব স্মৃতি রয়েছে মাশার। দুইবার এই টুর্নামেন্টের শিরোপা উঁচিয়ে ধরার গৌরব অর্জন করেছিলেন তিনি। ২০০৬ সালে প্রথমবার ইন্ডিয়ান ওয়েলসের চ্যাম্পিয়ন হন শারাপোভা। তার অর্ধযুগেরও বেশি সময় পর ২০১৩ সালে দ্বিতীয় শিরোপা জিতেন বিএনপি পরিবাস ওপেনের। তার আগের বছরে অবশ্য এই টুর্নামেন্টের ফাইনালের টিকিটও কেটেছিলেন মারিয়া শারাপোভা। এবার তাকে ছাড়াই আয়োজন করতে হচ্ছে এই টুর্নামেন্ট। শারাপোভার বদলি হিসেবে কে যাচ্ছেন ক্যালিফোর্নিয়ায়? সেটাও জানিয়ে দিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ। তার পরিবর্তে মূল ড্রতে সুযোগ পেয়েছেন জার্মানির মোনা বার্থেল। তবে কতটুকু এগোতে পারবেন তিনি? টেনিসপ্রেমীদের অপেক্ষা এখন সেটাই দেখার। শারাপোভা না থাকলেও বিশ্ব টেনিসের প্রায় সব শীর্ষ তারকাকেই দেখা যাবে ইন্ডিয়ান ওয়েলসে।