শাহানা হানিফ ও রিটা জোসেফের বিশেষ উদ্যোগ : ‘কিউনি সিটিজেনশিপ নাও’এর ২৫ বছর পূর্তি

ঠিকানা রিপোর্ট : কিউনির উদ্যোগে নিউইয়র্ক সিটির যোগ্য বাসিন্দাদের যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে। এই প্রোগ্রামের ২৫ বছর পূর্তি উদ্যাপন করছে তারা। এই প্রোগ্রামের মাধ্যমে মানুষ যাতে সিটিজেন হওয়ার সুযোগ নিতে পারেন, সে জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন নিউইয়র্ক সিটির কাউন্সিল সদস্য শাহানা হানিফ ও রেটা জোসেফ। তারা সিটির যারা নাগরিক হওয়ার যোগ্য, তাদের সবাইকে সিটিজেন হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। এ জন্য অনুষ্ঠানেরও আয়োজন করছেন। আগ্রহীরা সেখানে যোগাযোগ করে সহায়তা নিতে পারেন।
২০২৪ সালে যুক্তরাষ্ট্রের সাধারণ নির্বাচন। ওই নির্বাচনের আগেই সিটিজেন বাড়ানোর উদ্যোগ থাকে ক্ষমতাসীন রাজনৈতিক দলের। এখন ডেমোক্র্যাটিকরা ক্ষমতাসীন রয়েছে। তারা চাইছে এ দেশে যারা সিটিজেন হওয়ার যোগ্য, তারা যাতে সিটিজেন হন এবং আগামী নির্বাচনে ভোট দিতে পারেন। কিউনি সিটিজেন হওয়ার যোগ্য মানুষকে আবেদন করা, প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়া, সিটিজেনশিপ পরীক্ষার প্রস্তুতি নেওয়াসহ বিভিন্ন বিষয়ে সহায়তা করছে। এ জন্য উল্লেখযোগ্য পরিমাণ অর্থও বরাদ্দ দেওয়া হয়েছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এ ব্যাপারে কাজ করছে।
আগামী ৩ ডিসেম্বর শনিবার সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত নিউইয়র্ক সিটির সিটিজেন হতে ইচ্ছুক ব্যক্তিদের আবেদনে সহায়তা করার লক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে কিউনি। তারা অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে মানুষকে সেবা দিচ্ছে। আগ্রহীদের জন্য দুটি ফোন নম্বরও দিয়েছে। নম্বরগুলোতে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করা যাবে অথবা টেক্সট করেও অ্যাপয়েন্টমেন্ট করা যাবে। এই সেবা বিনা মূল্যে দেওয়া হবে। যারা সেখানে যাবেন তাদের অবশ্যই মাস্ক পরে যেতে হবে এবং টিকা নেওয়া থাকতে হবে।
কিউনির পক্ষ থেকে বলা হয়েছে, আবেদনপত্র সম্পর্কে তাদের অভিজ্ঞ আইনজীবী ও অভিবাসন-সম্পর্কিত পেশাজীবীদের সহায়তা নিতে। ব্রুকলিনের ৪২৫ ম্যাকডোনাল্ড অ্যাভিনিউতে এই অনুষ্ঠান হবে। নির্দেশনার জন্য এমটিএতেও ফোন করা যাবে। সিটিজেনের আবেদন করার জন্য আবেদনকারীকে কী করতে হবে, সেখানে তা উল্লেখ করা আছে। কিউনির সিটিজেনশিপ সম্পর্কে বিস্তারিত তথ্য কিউনি.ইডিইউ/সিটিজেনশিপনাও ওয়েবসাইটে পাওয়া যাবে। এই প্রোগ্রামের আয়োজন করছে দ্য নিউ আমেরিকানস ক্যাম্পেইন, এনএএলএফও এডুকেশন ফান্ড, ডমিনিকানোস ইউএসএ, ইউএসসিআইএস।
অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য কিছু শর্ত পূরণ করতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে ১৮ বছর কিংবা তার বেশি। যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ডধারী হিসেবে পাঁচ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন অথবা যুক্তরাষ্ট্রের কোনো নাগরিককে বিয়ে করে তার সঙ্গে তিন বছর বসবাস করে থাকলে তিনি আবেদন করতে পারবেন।
যেসব নথিপত্র নিয়ে যেতে হবে, তার মধ্যে রয়েছে গ্রিনকার্ড ও গত পাঁচ বছর ধরে ব্যবহার করা সব পাসপোর্ট, পাঁচ বছরের বাড়ি/স্কুল/চাকরির ইতিবৃত্ত অথবা যুক্তরাষ্ট্রের কোনো নাগরিককে বিয়ে করে থাকলে তার সঙ্গে বসবাস করার তিন বছরের ইতিবৃত্ত, ছেলেমেয়ের তথ্য (জন্ম তারিখ, এলিয়েন নম্বর, ঠিকানা), বৈবাহিক ইতিহাস (প্রাক্তন স্বামী/স্ত্রী সম্পর্কে তথ্য)। আবেদনকারী কখনো গ্রেপ্তার হয়ে থাকলে কিংবা তার প্রতি সমন জারি করা থাকলে প্রতিটি ঘটনার জন্য অবশ্যই সার্টিফিকেশন অব ডিসপোজিশন/এমটিএর চিঠি সঙ্গে আনতে হবে। ফি মওকুফের যোগ্য না হলে আবেদনকারীকে অবশ্যই ইউএসসিআইএসের ফাইলিং ফি হিসেবে ৭২৫ ডলার প্রদান করতে হবে। আবেদন করার জন্য কারা ফি মওকুফ পাবেন, তার একটি গাইডলাইন রয়েছে। সেই গাইডলাইন অনুযায়ী তারা এর সুবিধা পেতে পারেন। এই প্রোগ্রামের দিন ছাড়াও কিউনির মধ্যমে আগ্রহীরা সুবিধা নিতে পারবেন এবং আবেদন করতে পারবেন।