ঠিকানা রিপোর্ট : আগামী ২-৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যের শিকাগোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৬তম ফোবানা কনভেনশন। এ উপলক্ষে গত ২৪ জুলাই রোববার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের হলিউডের সাইনটোলজিতে অনুষ্ঠিত হলো ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন সংগঠনের অনেক গুরুত্বপূর্ণ নেতা, সাংবাদিক ও রাজনীতিবিদরা। ফোবানা কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন বর্তমান চেয়ারম্যান রেহান রেজা, প্রাক্তন চেয়ারম্যান ও ফোবানা কনভেনর এবং বর্তমান অউটস্টান্ডিং মেম্বার ড. জয়নাল আবেদীন
অুনষ্ঠানে ভার্চুয়াল যোগ দেন আমেরিকার বিভিন্ন স্টেট থেকে ফোবানার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। তাদের মধ্যে উপস্থিত ছিলেন শিকাগো থেকে ২০২২ ফোবানার হোস্ট কমিটির কনভেনর এম মকবুল আলী এবং মেম্বার সেক্রেটারি সায়েদ হোসাইন কোকো, আটলান্টা থেকে ফোবানা কনভেনশন কমিটির চেয়ারপারসন এবং প্রাক্তন চেয়ারম্যান ডিউক খান, অ্যারিজোনা থেকে ফোবানার চিফ ইলেকশন কমিশনার এবং প্রাক্তন চেয়ারম্যান মাহাবুব রাহিম রেজা।
অনুষ্ঠানটির আয়োজক ছিলেন বর্তমান ফোবানার এক্সিকিউটিভ সেক্রেটারি মাসুদ রব চৌধুরী। অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন অভিনেত্রী সাজিয়া হক মিমি।
এদিকে ৩০ জুলাই শনিবার দুপুরে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ফোবানার আরেকটি মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠিত হবে।