শিনজো অ্যাবের ব্যয়বহুল রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার মধ্যে চলছে বিক্ষোভও

ঠিকানা অনলাইন : বন্দুকধারীর গুলিতে নিহত হওয়ায় প্রায় তিন মাস পর জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া হচ্ছে আজ। তবে অর্থনৈতিক মন্দার মধ্যে জাকজমক আয়োজনের বিরোধীতা করছেন দেশটির সাধারণ জনগণ। বিবিসি সূত্রে এসব জানা গেছে।

অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে এরইমধ্যে টোকিও পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলিসহ বিদেশী অনেক অতিথি। অনুষ্ঠানে ৫০ জন সাবেক ও বর্তমান রাষ্ট্রপ্রধানসহ প্রায় ৭শ জন বিদেশি অতিথির অংশ নেওয়ার কথা রয়েছে।

দেশি-বিদেশী অতিথিদের নিরাপত্তায় রাজধানী টোকিওজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নিয়োগ করা হয়েছে নিরাপত্তা বাহিনীর প্রায় ২০ হাজার সদস্য।

জাপানে ব্যাপক মূল্যস্ফীতির মধ্যে জাকজমক ও ব্যয়বহুল অনুষ্ঠানের বিরোধীতা করছেন দেশটির সাধারণ জনগণ। এর প্রতিবাদে গত কয়েক দিন থেকে বিক্ষোভ করছেন তারা।

বিবিসি’র প্রতিবেদন অনুযায়ী, জনগণের টাকায় রাষ্ট্রীয়ভাবে শিনজো আবের শেষকৃত্য করার প্রতিবাদে নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়েছেন এক ব্যক্তি। জাপানের প্রধানমন্ত্রীর দপ্তরের সামনে আত্মহত্যার চেষ্টা করেন ওই যুবক।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সরকারি কর্মকর্তারা ওই ব্যক্তির শরীরে জ্বলতে থাকা আগুন নিভিয়ে ফেলেন। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই আয়োজনে সম্ভাব্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করে টোকিওর মেট্রোপলিটন পুলিশ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, টোকিওর নিপ্পন বুডোকান হলে অন্ত্যেষ্টিক্রিয়া হবে। সেখানে ও আশেপাশের এলাকায় সবধরণের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

গত ৮ জুলাই নির্বাচনী প্রচারণায় গিয়ে এক বন্দুকধারীর গুলিতে নিহত হন শিনজো অ্যাবে।

ঠিকানা/এসআর