ঠিকানা রিপোর্ট : হাঁটি হাঁটি পা পা করে এক দশক পার করলো শিল্পকলা একাডেমি ইএসএ ইনক। দশম প্রতিষ্ঠা বার্ষিকীর ঐতিহাসিক এই মুহূর্তকে ধারণ এবং মহান বিজয় দিবস উপলক্ষে গত ২ ডিসেম্বর শুক্রবার নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। অনুষ্ঠানের মধ্যে ছিল আলোচনা সভা, সম্মাননা (শেষের পাতার পর)
প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন নিউইয়র্ক সিটির ডিস্ট্রিক্ট-২৫ এর কাউন্সিল মেম্বার শেখর কৃষ্ণান এবং বেলুন উড়ান একুশে পদকপ্রাপ্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা তাজুল ইমাম, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা শহীদ হাসান, প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, ঠিকানার প্রধান সম্পাদক মুহম্মদ ফজলুর রহমান, মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম, সাংবাদিক ও গীতিকার জীবন চৌধুরী, নারী নেত্রী অধ্যাপিকা হুসনে আরা, সাংবাদিক নিনি ওয়াহেদ, কবি রওশন হাসান, নিউইয়র্ক সিটি মেয়রের উপদেষ্টা ফাহাদ সোলায়মান, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মিনহাজ শাম্মু, শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম প্রমুখ।
শিল্পকলা একাডেমি ইএসএ ইন্ক-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মনিকা রায় চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লিটন ফিলিপস্ ও অনুষ্ঠানের আহ্বায়ক শিবলী ছাদেকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা জানানো হয়। অতিথিরা তাদের হাতে তুলে দেন সম্মাননা স্মারক। এছাড়া তিনজন যথাক্রমে মুক্তিযোদ্ধা রথীন্দ্র নাথ রায়, শহীদ হাসান ও তাজুল ইমামকে বিশেষ সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম শিল্পকলা একাডেমি ইউএসএ’র কার্যক্রমের প্রশংসা করে বলেন, প্রবাসে বাংলা সাহিত্য ও সংস্কৃতি চর্চার দশ বছর একটি অনন্য মাইল ফলক। এই প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, যতদিন এই চর্চা থাকবে ততদিন বাংলা সংস্কৃতি বিকশিত হবে।
অনুষ্ঠান সফল করতে যারা সহযোগিতা করেছেন তাদের মধ্যে ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি তৌহিদ আহমেদ, সহ-সভাপতি মিলন কুমার রায়, সহ-সাধারণ সম্পাদক ফরহাদ আদনান, কোষাধ্যক্ষ কনিকা দাস, সাংগঠনিক সম্পাদক মোহর খান, সাংস্কৃতিক সম্পাদক রুনা রায়, সাহিত্য সম্পাদক ভারতি রায়, দপ্তর সম্পাদক জাহিদ আহমেদ, সাধারণ সদস্য দেবানন্দ রায়, দিপালী রায়।
অনুষ্ঠানের গ্র্যান্ড স্পন্সর ছিলেন ইস্টার্ন ইনভেস্টমেন্ট এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নুরুল আজিম, টাইটেল স্পন্সর বাংলাদেশ ক্লাব ইউএসএ এর সভাপতি নুরুল আমিন বাবু, আইকন স্পন্সর শাহ গ্রুপের প্রতিষ্ঠাতা শাহ জে চৌধুরী, ব্যবসায়িক ও রাজনীতিবিদ হেলাল মিয়া, বেঙ্গল হোমিও কেয়ার ইন্ক এর প্রধান নির্বাহী কর্মকর্তা এইচ এম জামিল।
অনুষ্ঠানে শিল্পকলা একাডেমি ইউএসএ ইন্ক এর শিল্পীদের পরিবেশনায় ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এই পর্বে আমন্ত্রিত অতিথি হিসাবে কবিতা আবৃত্তি করেন প্রবাসের জনপ্রিয় কবি ও বাচিক শিল্পী মুমু আনসারী। সঙ্গে পরিবেশনায় ছিলেন তার ছাত্রী নাহরীন ইসলাম। তাদের পরিবেশনা দারুণ প্রশংসিত হয়।